সুনীত হালদার, হাওড়া: রাজ্য পুলিশের জালে নিষিদ্ধ চিনা রসুন। পুলিশ সূত্রে খবর, চিন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরা পথে আসে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। এমনকি এই রসুন স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক ! ইতিমধ্য়েই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা করেছে পুলিশ।
ধুলাগড়ে ২৫৪ বস্তা নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত
ঘড়ির কাঁটায় তখন বুধবার বেলা বারোটা। গোপন সূত্রে খবর পেয়ে, ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানার পুলিশ। ২৫৪ বস্তার বেশি নিষিদ্ধ চিনা রসুন (১৮ কেজি প্রতি বস্তা) বাজেয়াপ্ত করে। সাঁকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়াল নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য হল সাত লক্ষ সত্তর হাজার টাকা। ভারতীয় ন্যায় সংহিতায় অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা করেছে পুলিশ ।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও বেশি দামে বিক্রির লোভ !
পাশাপাশি গোডাউন ম্যানেজার বছর ৪৫ এর উপেন্দ্র যাদবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরা পথে আসে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। এই রসুনের কোয়া মোটা হয়।চাষের সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধৃত ম্যানেজার উপেন্দ্র যাদব জানান, তিনি এবিষয়ে কিছু জানেন না। তাঁর মালিক সব বলতে পারবে। সাঁকরাইল থানার পুলিশ মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন, এবার বাংলাদেশি পণ্য বর্জনের ডাক কলকাতায় !
প্রসঙ্গত, ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর দামে নাভিঃশ্বাস উঠেছে রাজ্যের আমজনতার। জ্যোতি ও চন্দ্রমুখী আলু খোলা বাজারে যথাক্রমে ৩৫ ও ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভ্যন্তরীণ চাহিদা না মেটা পর্যন্ত রাজ্যের তরফে অন্য রাজ্যে আলু ও পেঁয়াজ রফতানিতে অনুমতি দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ধর্মঘট জারি রাখার সিদ্ধান্ত নেওয়ায় আগামী কয়েকদিনে বাজারে আলুর দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা রয়েছে। বাজরে গিয়ে হাতে ছেঁকা লাগতে পারে মধ্যবিত্তের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।