কলকাতা: তিন মাস আগে দেশের সরকার বদলালেও, অচলাবস্থা কাটেনি। এরই মধ্যে, ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হল বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ আসছিল। আর তারই মধ্যেই চট্টগ্রামে হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের পর ফের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এনিয়ে উদ্বেগপ্রকাশ করেছে দিল্লি। আগামীকাল এই ইস্যুতে, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ দেখাবে BJP। আর এবার এই ইস্যুতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে তা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'আমরা প্রতিটি দেশের সার্বোভৌমত্বকে সম্মান করি। আমরা কোনও দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।কিন্তু এই ঘটনা অন্য়ান্য আইনশৃঙ্খলা ঘটনার থেকে পৃথক। এটা একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস। তাই ভারতীয় জনতা পার্টি, বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে, তাঁরা যেনও অবিলম্বে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেয়। এবং তার বিরুদ্ধে যাবতীয় মিথ্যে মামলা সরিয়ে নেওয়া হয়। তার সঙ্গে এটাও যেনও নিশ্চিত করা হয় যে, বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেনও সুরক্ষিত থাকে। সংখ্যালঘুদের যেনও পালাতে না হয়। এটাও নিশ্চিত করতে হবে, সংখ্যালঘুরা যেনও নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে, নিজেদের বাড়িতে নির্ভয়ে থাকতে পারে। অগাস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর, লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষের উপর প্রভাব ফেলেছে। বাংলাদেশের সরকারের অবিলম্বে উচিত, তাঁদের সুরক্ষা প্রদান করে, তাঁদের একটা সম্মানজনক জীবন যাপন করার অধিকার ফিরিয়ে দেওয়া। আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই।'
আরও পড়ুন, চট্টগ্রামে ধৃত হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবি, আগামীকাল বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ দেখাবে BJP
প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ আসছিল। এরই মধ্যেই সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে।বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে। ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে দলে দলে রাস্তায় নেমেছে সংখ্যালঘুরা। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম থেকে ঢাকা,মিছিলের পাশাপাশি, রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান তাঁরা। এক্স হ্যান্ডলে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলে ইসকনের তরফে বলা হয়েছে, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও সম্পর্ক আছে, এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ করতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আর্জি জানানো হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।