কলকাতা: আজ বড়দিন (Christmas)। কড়া নিরাপত্তা বলয়ে উৎসব সরণি পার্ক স্ট্রিট (Park Street)। জেলাতেও শেষ পর্যায়ের প্রস্তুতি সারা। নিরাপত্তা জোরদার। 



কলকাতা থেকে জেলা, ক্রিসমাস কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা তুঙ্গে। প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ওয়াকিং স্ট্রিট। উৎসবের সেই সরণিকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।                                                                                      


লালবাজার সূত্রে খবর, মোট ১১টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলছে পার্ক স্ট্রিটে। শনিবার শুধু পার্ক স্ট্রিটেই মোতায়েন ২ হাজার ২০০ জন পুলিশ। রবিবার সেই সংখ্যাটা বেড়ে হবে ৩ হাজার। এছাড়াও থাকছে ১৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।, ২০টি নজরদারি বাইক। পার্ক স্ট্রিটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। পার্ক স্ট্রিটে নিরাপত্তার সামগ্রিক তদারকির দায়িত্বে জয়েন্ট সিপি এসটিএফ। মহিলাদের নিরাপত্তায় রাখা হয়েছে উইনার্স টিম।                                                                              


আরও পড়ুন, পিসিঠাকুমা ও বাবার পাশে ছোট্ট আজানিয়া, মধ্যরাতে বড়দিনের প্রার্থনায় মমতা-অভিষেক


উৎসবের অজুহাতে হেলমেট না পরেই রাস্তায় বেরিয়ে পড়া। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। পার্ক স্ট্রিটে যখন দিকে দিকে পুলিশ-প্রশাসনের প্রস্তুতি, তখন করোনা সচেতনতার ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চে। চিনে করোনা বিস্ফোরণের কথা মাথায় রেখে, জেলার এই গির্জায় ক্রিসমাস ক্যারোলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চের ফাদার কিশোর মণ্ডল বলেন, "চিনে প্রতিদিন ১০ হাজার আক্রান্ত হচ্ছে। ভারতেও আসতে পারে। ক্যারোলে আসতে হলে স্যানিটাইজার মাস্ট। মাস্ক পরতে হবে।"                                             


অন্যদিকে, বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে হুগলির চারশো বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চও। 


পাশাপাশি বড়দিনের আগের সন্ধেয় ক্রিসমাস কার্নিভালের সূচনা হল কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার ৭ বছরে পা দিল  ক্রিসমাস কার্নিভাল। উদ্যোক্তা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত ছাড়াও উপস্থিত ছিলেন, অভিনেত্রী ইশা সাহা-সহ আরও অনেকে।