কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) খোলা চিঠি দিলেন বিশিষ্টরা। ভোট ঘিরে হত্যালীলা, অরাজকতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করে খোলা চিঠি দিলেন তাঁরা। হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন অপর্ণা সেন, কৌশিক সেনদের।
মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মেটেনি। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। অন্যথা হয়নি ভোটের দিনও। সেই একই ট্রেন্ড বজায় রেখে ভোট গণনার দিন সকাল থেকেও দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিন থেকে ভোট মেটার পর এখনও অবধি, হিংসার বলি হয়েছেন বহু মানুষ। যার মধ্য়ে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক কর্মী যেমন রয়েছেন, তেমন রয়েছেন নিরীহ সাধারণ মানুষও। মৃতের সংখ্য়া যত দীর্ঘ হয়েছে, ততই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। এবার ভোট হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিশিষ্টরা।
ভোট সন্ত্রাস নিয়ে বিশিষ্টদের চিঠি: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। এবার তা নিয়ে সরব হলেন বিশিষ্টরা। ভোট-হিংসার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে খোলা চিঠি অশোক গঙ্গোপাধ্যায়, অপর্ণা, কৌশিক সেনরা। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিশিষ্টরা উল্লেখ করেছেন, 'স্থানীয় পুলিশ-প্রশাসনে ভরসা করেই চলতে হয় কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব অস্বীকার করতে পারেন না।' হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন বিশিষ্টদের।
রক্তস্নাত হয়েছে বাংলার পঞ্চায়েত ভোট। নির্বাচন ঘোষণার পর থেকে ৩৯ দিনে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। কিন্তু, বারবার ভোট এলেই কেন রক্তে ভেজে বাংলার মাটি? কেন খালি হয় মায়ের কোল? সেই জ্বলন্ত প্রশ্ন তুলে, এবার ফের সরব বিদ্বজ্জনরা। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে এর আগে পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন বলেছিলেন, “পরিবর্তন দরকার ছিল, তখন সিপিএম যা করছিল সেটা অত্যন্ত অন্যয় করছিল, আমরা সেটা ভুলিনি, কিন্তু তার বদলে এটা তো আমরা চাইনি। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার। কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না।’’
আরও পড়ুন: Dengue: বর্ষার শুরুতেই ডেঙ্গির দাপট, প্লেটলেট ঘাটতি ঠেকাতে গাইডলাইন জারি রাজ্যের