কলকাতা: করোনা (Corona) উদ্বেগে দোসর ওমিক্রন (Omicron)। শহরে ফের কড়াকড়ির তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার (West Bengal)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি (Covid Restriction) পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট (Kolkata Containment Zone) জোন করা হবে। পাশাপাশি কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন হতে পারে প্রয়োজনে। বুধবার প্রশাসনিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)।


আর কীকী সিদ্ধান্ত নিয়েছে সরকার



  • ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের কনটেনমেন্ট জোনের ভাবনা’

  • প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন

  • সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের স্কুল-কলেজ বন্ধের ভাবনা

  • পরিস্থিতি খতিয়ে দেখুন, শিক্ষাসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

  • ৩ জানুয়ারি থেকে ফের কীভাবে কড়াকড়ি, খতিয়ে দেখতে নির্দেশ

  • প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, জানালেন মুখ্যমন্ত্রী

  • লোকাল ট্রেনেও কীভাবে নিয়ন্ত্রণ, খতিয়ে দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর


করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত হয়েছেন আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা।


রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ কেউ উপসর্গহীন। পাঁচজনই রয়েছেন হোম আইসোলেশনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি ও গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন-পরীক্ষার জন্য পাঠানো হয়। 


ঊর্ধ্বমুখী করোনার গ্রাফে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।