কলকাতা: বিনামূল্যে 'যোগ্যশ্রী'-র প্রশিক্ষণ এবার আর তপশীলি জাতি ও উপজাতি মধ্যেই সীমাবদ্ধ রইল না, এবার এই প্রশিক্ষণের সুযোগ পাবেন সকল পড়ুয়ারাই। 'যোগ্রশ্রী' নিয়ে এবার বড় বার্তা দিয়ে ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Yogyashree Scheme)। 






 বিনামূল্যে 'যোগ্যশ্রী'-র প্রশিক্ষণ পাবেন এবার সবাই 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জানাতে গর্ব হচ্ছে যে, আমাদের যোগ্যশ্রী স্কিম, যাতে আমরা রাজ্যের SC/ST ছাত্র-ছাত্রীদের ইঞ্জিনিংয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, তা আমাদের  SC/ST ছেলে-মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হবার পথে খুবই কাজে লাগছে।এই স্কিমে এবার আমরা সংখ্যালঘু,ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদেরকেও  যুক্ত করব।' 


এই ফলাফল আগের বছরের  থেকেও অনেক ভাল


তিনি আরও বলেন, এই ২০২৪ সালের পরীক্ষাতেই  আমাদের যোগ্যশ্রী ছেলে মেয়েরা JEE পরীক্ষায় ২৩ টি Rank (১৩ টি IIT Rank সহ ), JEE (মেইন)-এ ৭৫ টি Rank , WBJEE ৪৩২ টি Rank এবং NEET এ ১১০টি Rank পেয়েছে। এই সব কঠিন প্রতিযোগীতা মূলক পরীক্ষায়, এই ফলাফল আগের বছরের ফলাফলের থেকেও অনেক ভাল ।


সবার জন্য রইল আমার অভিনন্দন : মমতা


মুখ্যমন্ত্রী বলেন,' যোগ্যশ্রীর এই বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে, এটাকে আমরা আরও বড় আকারে করছি। রাজ্যজুড়ে মোট ৫০ টি সেন্টার খোলা হয়েছে। যেখানে আমাদের দুই হাজার SC ST ছেলে মেয়ে ট্রেনিং পাবে। এখন ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলে- মেয়েরা আরও প্রস্তুতি নিতে পারবে। আমাদের পিছিয়ে পড়া শ্রেণির ছেলে মেয়েরা আরও অনেক বেশি সংখ্যায়, ইঞ্জিনিয়া ও ডাক্তার হবে, এটাই আমি চাই।এবার যুক্ত হবে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েরাও। সবার জন্য রইল আমার অভিনন্দন।' 


আরও পড়ুন, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।