স্নাতক ও স্নাতকোত্তর কোর্স নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
'রাজ্যে ৪ বছরের অনার্স কোর্স চালু, স্নাতকোত্তর ১ বছরেই', বললেন মুখ্যমন্ত্রী।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে আগুন:
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বহুতলে আগুন। সকাল ১০টা নাগাদ ৪৫ নম্বর সেন্ট্রাল অ্য়াভিনিউয়ের পাঁচতলায় আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
চাকরি-বিক্রির বৈঠক:
চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করল ইডি (ED)। সূত্রের খবর, শুধু মানিকের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নয়, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করে সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য মিলেছে।
জুনের দ্বিতীয় সপ্তাহে জোড়া ঘূর্ণিঝড়?
বঙ্গোপসাগর ও আরব সাগরে জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে এই নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদিও ভারতের মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি। আপাতত মৌসম ভবন জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এর এই ঘূর্ণাবর্ত রবি-সোমবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। ৫ই জুন থেকে ৭ই জুনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। প্রভাব বাড়াবে পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। শেষ পর্যন্ত ৮-৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিশ্বের বিভিন্ন মডেলের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে "বিপর্যয়"। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ। তবে সেটি কোন অভিমুখে যাবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। উত্তর বঙ্গোপসাগরে তার কতটা প্রভাব পড়বে সে বিষয়েও সুনিশ্চিত নন। প্রাথমিকভাবে মায়ানমার ও বাংলাদেশ অভিমুখ হলেও শেষ পর্যন্ত অভিমুখ পরিবর্তন হবে কিনা, আপাতত সেদিকেই নজর থাকবে আবহাওয়াবিদদের।
ভোটের আগে উত্তেজনা বাঁকুড়ার বেলিয়াতোড়ে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম ৪:
পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বেলিয়াতোড় থানার পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা। দু'পক্ষের মোট চার জন জখম হয় তাতে। অভিযোগ-পাল্টা অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?