কলকাতা : দাদার হয়ে 'ব্যাটিং' অব্যাহত দিদির। বিসিসিআই-র এর প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অপসারণের পর আইসিসি-তে ভারতের কোনও প্রতিনিধি না পাঠানোর প্রেক্ষিতে সরাসরি বিজেপির দিকে পরিবারতন্ত্রের রাজনীতির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করলেও তাঁর ইঙ্গিত যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও তাঁর পুত্র তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শা, সেটা বুঝিয়ে দিয়েই মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে'।
যার পরই আক্রমণের সুর বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার'। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি-প্রশাসনে পরিবারতন্ত্র কায়েম করার অভিযোগে বারবার শান দেয় বিজেপি। সেই প্রেক্ষিতেই সৌরভের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা সেই অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'সচিন, আজহার গেলেও সমর্থন করতাম'
জানবাজারে কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ' বিজেপির অনেককে রিকুয়েস্ট করেছি। ওপেন রিকুয়েস্টও করেছি। ওঁ (সৌরভ) আইসিসি-তে গেলে দেশের গৌরব বাড়ত। ব্যক্তিগত স্বার্থপরতার কারণে ওঁকে পাঠানো হল না। আর বোর্ডে একজন থেকে গেল, আর একজন বাদ গেল, এর কারণ কি আমরা বুঝি না। আজ যদি সচিন-আজহার এভাবে বাদ যেত বা আইসিসি যাওয়ার সুযোগ না পেত তাহলেও প্রতিবাদ করতাম। খেলার ক্ষেত্রে সবসময় আমরা ভারতীয় হিসেবেই দেখি। কিন্তু আমরা সত্যি লজ্জিত। ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না।'
'মনের ব্যথায় মুখ খোলেনি সৌরভ'
যার পরই বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে? '২৪-এ তো তোমরা ক্ষমতাও নাও থাকতে পার।' মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি সৌরভ যোগ্য হয়েও বাদ গেল বলে অভিযোগ তুলেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক ও সদ্য প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সমবেদনার সুরে জোড়েন, 'সৌরভ ভদ্র ছেলে, তাই কাউকে কিছু বলেনি। মনের মধ্যে ব্যথা পেলেও কাউকে কিছু বুঝতে দেয়নি।'
আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ, ও আইসিসিতে গেলে দেশের গৌরব বাড়ত: মমতা