কলকাতা: পূর্ব মেদিনীপুরের ভয়াবহ দুর্ঘটনায় (East Midnapore tragic Bus Accident) শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয় পূর্ব মেদিনীপুর জেলা। এদিন নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


পূর্ব মেদিনীপুরের দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


মুখ্যমন্ত্রী বলেছেন,' জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব - সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।'


ঠিক কী হয়েছিল ?


 ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৭টা। পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হয় চারজনের।তারপর দুমড়ে-মুচড়ে যাওয়া ওই গাড়িকে গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলে।ইতিমধ্য়েই বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কিনা, খতিয়ে দেখা হচ্ছে। 


বারবার বেপরোয়া গতির বলি..


বারবার সতর্ক করা সত্বেও সেফ ড্রাইভ সেব লাইফ নিয়ে সচেতনতার বার্তা দিলেও কার্যতই হুঁশ ফেরেনি এরাজ্যের গাড়ি চালকদের।  রাতে তো বটেই, দিনের আলোতেও এখন কাণ্ডজ্ঞানহীন চালকদের জন্য ঘটছে একের পর এক দুর্ঘটনা। সম্প্রতি এমন সাক্ষী হয়েছিল উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া সহ একাধিক জেলা। কিছুদিন আগেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ট্রেলার ও ৩টি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছিল।   চালকের কেবিনে আটকে পড়েছিলেন একটি লরির খালাসি। গ্যাস কাটার দিয়ে দরজা কেটে তাঁকে উদ্ধার করেছিল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুরুলিয়ার নিতুড়িয়ায় টোটো ও মোটরবাইকে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ৫ জনের।


আরও পড়ুন, অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে CBI, আজই তলব ৪০ জনকে..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।