কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) অযোগ্য চাকরিপ্রাপকদের খোঁজে সিবিআই (CBI) । আড়াই হাজারের বেশি নামের তালিকা তৈরি করে চলছে তলব।ধাপে ধাপে সন্দেহভাজনদের তলব করছে সিবিআই।


 সূত্র মারফৎ খবর,  ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজও তলব করা হয়েছে ৪০ জনকে। এখন হাওড়া জেলায় (Howrah District) অযোগ্যদের খোঁজার কাজ চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকজন বেআইনি ভাবে চাকরির কথা স্বীকার করেছেন। মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৬ জুলাই রয়েছে 'সুপ্রিম' শুনানি। তারপরেই ভাগ্য নির্ধারণ হবে। আপাতত অন্তবর্তী স্থগিতাদেশ রয়েছে। 


তৃতীয় দফা ভোটের আগে SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের আইনি সাহায্য়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর চতুর্থ দফা ভোটের আগে, টাকা ফেরতের আশ্বাস দেন নরেন্দ্র মোদি। এদিকে, বিজেপিকে চাকরিখেকো বাঘ বলে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,' বাংলায় হওয়া এই লুঠের পাই পাই হিসেব নেবে। এই নোটের পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মালিককে ছাড়া হবে না। যে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তা প্রতারিতদের কী করে ফেরত দেওয়া যায় তার আইনি রাস্তা খোঁজা হচ্ছে।'


 অপরদিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,'মিথ্য়ে কথা বলে ভোট দিয়ে ২ বার প্রধানমন্ত্রী হয়েছে। এবার ভাল করে দিন। ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে। তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে, সবার বাড়িতে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা আছে। মনে রাখবেন, সবচেয়ে বড় চোর, আর মুখে বড় বড় কথা বলে। চোরের মায়ের একটু গলা বেশি হয়।' 


আরও পড়ুন, ভোট শেষ হতেই BJP-র পোলিং এজেন্টের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে..'


 তৃতীয় দফা ভোটের আগে, রাজ্য়ে প্রচারে এসে, SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আইনি সাহায্য়ের প্রতিশ্রুতিও দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি বাংলার বিজেপিকে বলেছি যে, রাজ্য স্তরে একটি লিগাল সেল ও একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হোক।বিজেপি এই প্রার্থীদের আইনি সহায়তাও দেবে এবং তাঁদেরকে বিচার পাইয়ে দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে।আর এবার টাকা ফেরতের কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।