মালবাজার : তিনদিনের উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )। সোমবার, মালবাজার বিপর্যয়ে, নিহতদের বাড়িতে যান তিনি। কথা বলেন, শোকাহত পরিবারের সঙ্গে। এরপর মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মালবাজারে বিসর্জন বিপর্যয়ে ( Malbazar Disaster )  মসীহা হয়ে ওঠা উদ্ধারকারীদের শুধু প্রশংসাই করলেন না, উদ্ধারকারী যুবকদের দিলেন সাম্মানিক পুরষ্কারও। 


মালবাজার বিপর্যয়
দশমীর রাতে বিষাদের মাঝেই ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায়। জলপাইগুড়ির (Jalpaiguri ) মালবাজারে, মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে, জলের তোড়ে তলিয়ে গিয়ে প্রাণ হারান ৮ জন।  ঘটনার ১২ দিনের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।পাশে বসে দেন, পাশে থাকার বার্তা। সেখানেই শেষ নয়, পরের দিন, মুখ্যমন্ত্রী মালবাজারে বিসর্জন বিপর্যয়ে উদ্ধারকারীদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেদিন বড় বিপর্যয় থেকে বহু প্রাণ বাঁচানো উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী। 


৭ জনকে দিলেন সাহসিকতার সম্মান
সেদিন নিজেদের প্রাণ বাজি রেখে অনেকের প্রাণ বাঁচানো মানিকদের মতো আরও ৭ জনকে দিলেন সাহসিকতার সম্মান।
উদ্ধারকারী যুবকদের চাকরি দেওয়ারও প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। অনেককে স্থানীয় অফিসেই চাকরি দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। মালবাজারে বিসর্জন বিপর্যয়ে মৃতের পরিবারকে সরকারি চাকরির অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী। 


হড়পা বানে মৃত ও আহতদের পরিবারগুলিকেও প্রশাসনিক সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল উত্তরবঙ্গে পৌঁছেই ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মালবাজারে প্রশাসনিক সভা সেরে তিনি যাবেন শিলিগুড়িতে। আগামীকাল সেখানে বিজয়া সম্মিলনী। উত্তরবঙ্গের ৮টি জেলার প্রায় পৌনে ৬ হাজার পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি পুজো কমিটির তরফে ৫ জন করে প্রতিনিধি থাকবেন। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।