ওড়িশা: পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।পুরীতে রাজ্য সরকারের একটি অতিথিশালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এদিন অতিথিশালার জন্য জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন পুজো দিয়ে বেরিয়েই মমতা বলেন, 'মা-মাটি মানুষের জন্য পুজো দিয়েছি।'


প্রসঙ্গত, বছর পেরোলেই ২০২৪। ইতিমধ্য়েই ভারতের একাধিক রাজ্যে ভোটের আগে সক্রিয় প্রচার চালিয়ে, শেষ অবধি বিধানসভা নির্বাচনে খাতাও খুলেছে তৃণমূল। সেই তালিকায় রয়েছে মেঘালয়। আর এবার নজরে লোকসভা ভোট। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটে জয়ের পর এবার দিল্লির আসন মসনদ দখলই মূল লক্ষ্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের। একদিকে গতবছরের ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির বড় জয়ের পর, স্বাভাবিকভাবেই বেগ পেতে হয়েছিল সাম্প্রতিককালের এই দুই রাজ্যের ভোটে ঘাসফুল শিবিরকে। তবে ফের চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করেই সামনে এগোচ্ছে তৃণমূল। এহেন পরিস্থিতিতেই  আগামীকাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।


পুরী যাওয়ার পথে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মমতাকে (Mamata Banerjee) । মোদি সরকারের (Modi Government ) বিরুদ্ধে ২৯ ও ৩০ মার্চ ধর্না রয়েছে তৃণমূলনেত্রীর। অম্বেডকরের মূর্তির সামনে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে টানা ২ দিন ধর্না দেবেন মমতা। ১০০ দিনের টাকা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব হন মমতা। ওড়িশায় (Odisa)  বিজেডি (BJD) প্রধান নবীন পট্টনায়কের (Nabin Pattanayak) সঙ্গে বৈঠকের আগে কালীঘাটে  সমাজবাদী পার্টি অধ্যক্ষ অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেন মমতা। এর আগেও ২০১৭ সাল, ২০২০ সালে ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে, দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকের নেপথ্যে অন্য তাৎপর্য দেখছেন অনেকে। 


আরও পড়ুন, দিল্লিতে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ২.৭


সূত্রের খবর, এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে নতুন বিমানবন্দর তৈরি হবে। নতুন সেতু তৈরি হবে। সুতরাং এটা অন্যতম সেরা, ভালো জায়গা। তাছাড়া বিভিন্ন সময়ে, ছুটির সময়ে, আমাদের লক্ষ লক্ষ লোক আসে। তাই আমরা চাই, পুরীতে আমাদেরও নিবাস থাক। যাতে কিছু মানুষ অন্তত থাকতে পারে। আমি কালকে নবীনজির সঙ্গে দেখা করব। থ্যাঙ্কস ওনাকে, যে উনি এটা ভেবেছেন। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি। কালকে উনি সিদ্ধান্ত নেবেন, এই জমিটা রাখাই হয়েছে, বিভিন্ন রাজ্যের ভবনের জন্য। নতুন পুরী শুরু করব আমরা।'