কলকাতা: নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। সূত্রের দাবি, বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কর্মীদের মধ্য়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। পুলিশের উদ্দেশে হকার সমস্য়া সমাধান ও জবরদখল আটকাতে বলার পাশাপাশি কাউন্সিলরদের কাজ দেখার জন্য় ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।


মুখ্য়মন্ত্রীর কড়া বার্তা: জমি দখলের প্রতিবাদে সন্দেশখালির বাসিন্দাদের আন্দোলন, নাড়িয়ে দিয়েছিল রাজ্য় রাজনীতিকে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য় নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সর্বস্তরে। এই প্রেক্ষাপটে একেবারে নবান্নের বৈঠকে জমি মাফিয়া নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। জমি বেহাত হওয়া নিয়ে সবার সামনেই ক্ষোভ উগরে দেন তিনি। সূত্রের খবর বৃহস্পতিবারের বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের রাজ্য় থেকে কেউ এসে, যাতে জায়গা দখল করে না বসতে পারে, সেটাও দেখতে হবে। স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগে, জেলে রয়েছেন শিক্ষা দফতরের একদা শীর্ষকর্তারা। সূত্রের দাবি, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্য়মন্ত্রী এও বলেন যে, সরকারি কর্মীদের মধ্য়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে।

বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদ্দেশে মুখ্য়মন্ত্রী নির্দেশ দেন, হকার সমস্য়ার সমাধান করতে হবে। জবরদখল নিয়ন্ত্রণ করতে হবে। সূত্রের দাবি, মুখ্য়মন্ত্রী আরও বলেন, পুলিশের মেশিনারি দুর্বল হয়ে গেছে। তাকে শক্তিশালী করতে হবে। বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সামনে কাউন্সিলরদের ভূমিকা ও কাজেরও সমালোচনা করেন মুখ্য়মন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। কাউন্সিলররা কোনও কাজ করেন না। ফিরহাদ হাকিমকে বিষয়টি দেখারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, রাস্তা যারা তৈরি করবে, তাদের ৫ বছরে দেখভালেরও দায়িত্ব নিতে হবে। বৈঠকে উপস্থিত বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সরকারি অফিসে সারা রাত আলো জ্বলে। আলো বন্ধ রাখতে হবে। যেখানে সিসিটিভি আছে সেখানে বিদ্য়ুত সংযোগ রেখে আর শুধু সিঁড়িতে আলো জ্বেলে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। সোমবার পুরপ্রধানদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্য়মন্ত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: North Bengal Rain: অবিরাম ধারাপাত উত্তরবঙ্গে, বাড়ছে নদীর জল, বিপর্যস্ত জনজীবন