ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আজ আবার বাম-কংগ্রেসের জোড়া মিছিল। সব মিলিয়ে আজ কলকাতার বিভিন্ন প্রান্তে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে।


বুধবার বেলা ১২টা থেকে রেড রোডে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুপুর ২টোয় শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। ফলে ধর্মতলা সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। বেলা গড়ালে প্রবল যানজট হতে পারে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে। 

কোথায় কোথায় হতে পারে প্রবল যানজট ?


যানজটের আশঙ্কা রয়েছে



  • ডাফরিন রোড

  • ডোরিনা ক্রসিং

  • নিউ রোড

  • জওহরলাল নেহরু রো

  • রেড রোড

  • মেট্রো চ্যানেলে।

    বিজেপির অবস্থানের জেরে কোথায় যানজটের আশঙ্কা ? 

  • অন্যদিকে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজেপির অবস্থান কর্মসূচি রয়েছে। এর ফলে

  • বিধান সরণি

  • শ্যামবাজার

  • বিটি রোডের একাংশে যানজটের আশঙ্কা রয়েছে।

    পথে নামছে বাম-কংগ্রেস
    একই দিনে দুপুর আড়াইটে নাগাদ পথে নামছে বাম-কংগ্রেস।  জোড়া মিছিলে মৌলালি, এন্টালি, শিয়ালদা, এপিসি রোড, পার্ক সার্কাস এলাকায় প্রবল যানজট হতে পারে। 

    ধর্না শুরুর আগের দিন  সিঙ্গুর থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। গ্যাসের দামবৃদ্ধি থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা, এমনকি সিবিআই-ইডির অতি সক্রিয়তা নিয়েও এদিন নিশানা করেন তৃণমূল নেত্রী। পাল্টা সুর চড়ায় বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' কিছু বললেই ইডি-সিবিআইকে পাঠিয়ে দাও। মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানায় যে বলেছে বাড়ির মহিলাদের এখানে ওখানে ডাকা যাবে না। '             

    ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পড়ুয়াদের স্কলারশিপ-সহ একাধিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করে আসছে তৃণমূল! মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও, কোনও সুরাহা হয়নি! মঙ্গলবার GST ইস্যুতেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসার আগে, তুঙ্গে উঠেছে  রাজনৈতিক চাপানউতোর!