কলকাতা: প্রথম দফার উদ্ধার অভিযানে ইজরায়েল (Operation Ajay) থেকে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। তাঁদের মধ্যে ৫৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেই ৫৩ জন যাতে কোনও রকম সমস্যা ছাড়াই এবার নিজের রাজ্যে ফিরতে পারেন, সে জন্য পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Social Media Post)। শুক্রবার স্বয়ং মমতাই সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
এদিনে সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বলেছি, ফেরত আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্য়ের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে। দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি রয়েছে। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন...
দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১
নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬'
'অপারেশন অজয়'...
এদিনই যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরল প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল। এসবের মধ্যেই নতুন হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। প্রাণ বাঁচাতে হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা স্ট্রিপের উত্তরাংশের বাসিন্দারা যেন দক্ষিণ দিকে সরে যান, একেবারে সরাসরি জানিয়েছে দিয়েছে তারায