শিলিগুড়ি: আগামীকাল উত্তরবঙ্গ (CM In North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা তাঁর। সেই সভাস্থল ঘিরেই শুরু রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রীর সভার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগ, এমনই অভিযোগ। বারবার খেলার মাঠে সভা, অনুষ্ঠান করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠ, আরও দাবি। মুখ্যমন্ত্রীর সভার দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। 'মুখ্যমন্ত্রীর সভার একদিন পরেই মাঠ ঠিক করে দেব। লিগের খেলা চলবে', বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 


কী অভিযোগ?
'অরিজিৎ সিংহের অনুষ্ঠানের সময়ও প্রতিবাদ করেছিলাম। তখন বলা হয়েছিল, খেলা বাদ দিয়ে অন্য কোনও কিছু এই স্টেডিয়ামে হবে না', দাবি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। কিন্তু এখন তৃণমূল প্রধানের কর্মসূচির জন্য শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগ পিছিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ তাঁর। শঙ্করের কথায়, 'খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূল প্রধানের কর্মূসচির জন্য ফুটবল লিগ পিছিয়ে দেওয়া হয়েছে...কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটিকেও শ্মশান বানিয়ে দেওয়া হচ্ছে।' সঙ্গে সংযোজন, এর পরও ওই স্টেডিয়ামে তৃণমূলনেত্রীর কর্মসূচি হলে তিনি ব্যক্তিগত ভাবে এর বিরোধিতা করবেন। মেয়রের অবশ্য় বক্তব্য, 'আমরা এক দিনের মধ্যে মাঠ ঠিক করে দেব। এটা ওদের লিগের লেখা। লিগের খেলা চলবে।' তাঁর আশ্বাস, 'খেলাধুলো আমার হৃদয়ে রয়েছে। এটি আমি বুঝি এবং এটির সঙ্গে থাকি। এটি নিয়ে রাজনীতি অত্যন্ত নিন্দনীয়।'


জোটের বৈঠক...
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে যখন বিতর্ক, তখন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, আগামীকাল 'ইন্ডিয়া' জোটের বৈঠক হচ্ছে না। সম্ভবত, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বৈঠক হবে। পরে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইন্ডিয়া-বৈঠকে হাজিরা নিয়ে অনিশ্চয়তার পর বৈঠকে যাচ্ছেন না বলে জানান নীতীশ কুমার, অখিলেশ যাদবরাও। তামিলনাড়ুতে আবহাওয়া খারাপ, আসতে পারবেন না বলে জানান এম কে  স্টালিনও। এরপরেই ইন্ডিয়া জোটের বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামীকাল লোকসভায় বিরোধী দলগুলির নেতাদের নিয়ে সন্ধে ৬টায় বৈঠকে বসার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। হালেই ৫ রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসের 'পারফরম্যান্স'-র পর বৈঠকের খবর শোনা যায়। তেলঙ্গানায় ক্ষমতায় আসা ছাড়া অন্য ৪ রাজ্যে কার্যত কোনও প্রতিদ্বন্দ্বিতাতেই ছিল না 'গ্র্যান্ড ওল্ড পার্টি।' এবার সেই বৈঠকই পিছনোর সিদ্ধান্ত।


আরও পড়ুন:শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতির অভিযোগ জানিয়ে শাহকে চিঠি কুণালের