নয়াদিল্লি : রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়ে কংগ্রেসের ভরাডুবি। মোদি ময় হিন্দি বলয়। আর এই ফলাফল থেকেই কি ইঙ্গিত স্পষ্ট যে আসন্ন লোকসভা ভোটে বিজেপির পৌষমাস বিরোধীদের 'INDIA' জোটের সর্বনাশ হবে? ৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করে। এই আবহে বুধবার দিল্লিতে বৈঠক ডাকে কংগ্রেস। এবার তো সেই জোট বৈঠকেই একের পর এক নেতারা হাজির থাকছেন না বলে জানাচ্ছেন।
বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee) আগেই জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। আগামীকাল থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। নীতীশ কুমার ( Nitish Kumar ) ও অখিলেশ যাদবও ( Akhilesh Yadav )যাচ্ছেন না বৈঠকে। তিনি বুধের বৈঠকে যোগ দিতে পারবেন না। এরপর এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানিয়েছেন তিনিও থাকছেন না এই বৈঠকে। থাকবেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। অতএব বিরোধী জোট INDIA-র বৈঠকে কো কো হাজির থাকেন এখন সেটাই প্রশ্ন। বুধবার জোট বৈঠক ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
৫ রাজ্যে বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ৩ রাজ্যে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসকে দুষে বলেন, 'এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়, মানুষ বিজেপির বিরুদ্ধে' । তিনি আরও বলেন, 'এটা বিজেপির জয় নয়। এটা ভোট কাটাকাটির জয়। আসন সমঝোতা ঠিকমতো হলে, এই ফলাফল হত না! ' লোকসভা ভোটের আগে ছত্তীসগড়, মধ্য়প্রদেশ, রাজস্থানে শোচনীয় পরাজয় হয়েছে কংগ্রেসের। তা নিয়ে এবার 'INDIA' জোটের প্রধান শরিক কংগ্রেসকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে জেডিইউ মুখপাত্র কেসি ত্যাগী মন্তব্য করেন, ' কংগ্রেসের পরাজয়। ওরা জোটের কোনও দলের সঙ্গে যোগাযোগ করেনি, সাহায্য চায়নি। ওরা নিজেদের ক্ষমতায় বিজেপিকে হারানোর চেষ্টা করছিলেন। যা দিবাস্বপ্ন ছিল। '
'ইন্ডিয়া' জোট শরিক ওমর আবদুল্লা বলেছিলেন, 'আমি কিছুই বলতে পারব না। রাজ্যগুলির নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের যা অবস্থা, ভবিষ্যতেও যদি একই রকম চলতে থাকে, তাহলে আমরা নিজেদের বাঁচাতে পারব না... মধ্যপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারেনি কংগ্রেস'
এখন প্রশ্ন, শুরুতেই ভাঙনের শুরু? নাকি দ্বন্দ্ব ভুলে কাছাকাছি এসে ২০২৪-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই? কী করবে ইন্ডিয়া জোট? উত্তর মিলবে অদূর ভবিষ্যতেই।
আরও পড়ুন :