আসানসোল: কয়লা পাচার (Coal Smuggling Case) মামলায় জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Mishra)। ৪ দিনের সিবিআই (CBI) হেফাজত শেষে আজ আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে, বিকাশের জামিন মঞ্জুর করেন বিচারক রাজেশ চক্রবর্তী। জামিন পেলেও হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিন সিবিআইয়ের তরফে কেস ডায়েরি জমা দেওয়া হয়।


বিচারক জানতে চান, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত কোন অবস্থায় রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান, সুপ্রিম কোর্টে ১৮ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। বিচারক জানতে চান, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে কোনও বাধা নিষেধ আছে কি না। সিবিআই জানায়, গত ১৩ মে বিকাশ হেফাজতে থাকাকালীনই তাঁর মুখোমুখি বসিয়ে লালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 


কয়লা পাচারের টাকা কোথায় কোথায় পৌঁছেছে? প্রভাবশালীদের লিঙ্ক খুঁজতে কিছুদিন আগে ফের অনুপ মাঝি ওরফে লালাকে বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। কারও নাম বলতে কি চাপ দেওয়া হচ্ছে, প্রশ্নের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কয়লাপাচার মামলায় অন্যতম অভিযুক্ত ও বর্তমানে পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। 


 লালা ও বিকাশকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ: কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল? এই প্রশ্নের উত্তর পেতে শনিবার কয়লাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। দু'দিন আগেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ CISF-এর ইন্সপেক্টর আনন্দ সিংহ এবং কেন্দ্রীয় কয়লামন্ত্রকের ECL-এর প্রাক্তন ডিরেক্টর সুনীলকুমার ঝা-কে


গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে বিনয় মিশ্রের ভাই বিকাশকে ৪ দিনের হেফাজতে পায় সিবিআই। এই প্রেক্ষাপটে শনিবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা অনুপ মাজি ওরফে লালাকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন বেলা ১২টা ২০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন কয়লাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। 


সিবিআই সূত্রের খবর,অনুপ মাজি ওরফে লালা এবং বিকাশ মিশ্রকে মুখোমুখি বসিয়ে কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছে, তা জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, এর আগে চারবার লালাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সূত্রের দাবি, তথ্যপ্রমাণ দেখিয়ে তাঁকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও কিছু বলতে চাননি তিনি। 


এবার বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে কি নতুন কোনও তথ্য বেরিয়ে আসবে? সেদিকেই তাকিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর দুপুরে সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান লালা।