কলকাতা: আজ মধ্যরাত থেকেই ফের দাম বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG cylinder prices)। একলাফে ১০৮ টাকা বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। কলকাতায় (Kolkata) ১০৮ টাকা বেড়ে রান্নার বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০২ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। আর এই সময় পর্বে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলছে। আর এই ভোটের জন্যই গত কয়েকমাসে পেট্রোল বা ডিজেল বা ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। চলতি বিধানসভা নির্বাচন শেষ হবে হবে ৭ মার্চ। তারপরই হু হু করে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও কোনও মহলের অনুমান, বাড়িতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে।
সবমিলিয়ে চলতি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মধ্যেই আরও বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারণ মানুষ। পেট্রোল-ডিজেলের আরও এক দফা মূল্যবৃদ্ধি কার্যত নিশ্চিত। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২০১৪-র সেপ্টেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে।
অশোধিত তেলের দামের ওপর পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক রিসার্চ সংস্থাগুলির অনুমান, অশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান স্যাচস বলেছে, ২০২২-এ অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার হওয়ার অনুমান সঠিক প্রতিপন্ন হয়েছে। অন্যদিকে, জেপি মরগ্যান ২০২২-এ অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার ও ২০২৩-এ প্রতি ব্যারেলে ১৫০ ডলার স্পর্শ করার ভবিষ্যতবাণী করেছে।
উল্লেখ্য, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২০২২-এ অশোধিত তেলের দাম ইতিমধ্যেই ২৫ শতাংশ বেড়েছে। গত দুমাসে টানা অশোধিত তেলের দাম বেড়েছে। ১ ডিসেম্বর ২০২১-এ অশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেলে ৬৮.৮৭ ডলার। যা এখন বেড়ে প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গত দেড় মাসে অশোধিত তেলের দাম সর্বনিম্ন স্তর থেকে ৪০ শতাংশ বেড়েছে।