রুমা পাল ও আশাবুল হোসেন, কলকাতা : বেসরকারি কলেজ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে রাজভবনের অ্যান্টি করাপশন সেলে। এমনটাই দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 


রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কথায়, কয়েকটি বেসরকারি কলেজ নিয়ে অনিয়ম এবং অব্যবস্থার বেশ কিছু অভিযোগ এসেছে। অভিযোগ এটাও রয়েছে যে, বেসরকারি কলেজের অনুমোদন পুনর্নবীকরণ সংক্রান্ত বিষয়েও অনিয়ম হয়েছে।


উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন নিয়ে রাজ্য বিধানসভায় বিল পাসের দিনই, বিভিন্ন বেসরকারি কলেজে অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে আনলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের অ্যান্টি করাপশন সেলে এই নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে বলে তাঁর দাবি।


রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, এই ব্যাপারে দ্রুত নির্দেশ জারি করা হয়েছে, যাতে গোটা বিষয়টি খতিয়ে দেখা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়। আজকেও কিছু পড়ুয়া আমাকে জানিয়েছেন যে, কিছু বেসরকারি প্রতিষ্ঠানে, কীভাবে বাণিজ্যিক মনোভাবের জেরে ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে যাবতীয় নিয়মাবলী মানা হচ্ছে কি না এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কি না, তা দেখেই অনুমোদন সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে


রাজ্যপাল সি ভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পরে, শিক্ষাক্ষেত্রে একের পর ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের টানাপোড়েন বেধেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো থেকে অস্থায়ী উপাচার্য নিয়োগ , রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। তেমনই, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় রাজ্যপালের পরিস্থিতি পরিদর্শনে বেরনো, ভাঙড়, ক্যানিং, দিনহাটার বিভিন্ন সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় পৌঁছে যাওয়া, রাজভবনে পিস রুম খোলা এবং এখন দুর্নীতি দমন সেল গঠন করা নিয়ে সেই সংঘাতের সুর আরও চড়া হয়েছে। 


এই প্রেক্ষাপটেই সম্প্রতি রাজভবনের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে বলেন, রাজ্যপাল মহাশয় নাকি দুর্নীতির ব্যাপারে স্পেশাল সেল করছেন। এটা কিন্তু রাজভবনের কাজ নয়। রাজ্যপালকে আমরা শ্রদ্ধা করি। যেটা রাজ্য সরকারের অধিকার, সেই অধিকারে উনি কোনও প্রয়োজন ছাড়াই হস্তক্ষেপ করছেন


রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের প্রেক্ষাপটে জগদীপ ধনকড় জমানার সঙ্গে সি ভি আনন্দ বোসের কার্যকালের তুলনা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। ফলে আগামী দিনে নবান্নের সঙ্গে রাজ ভবনের সম্পর্ক কোথায় গিয়ে পৌঁছয়, সেটাই এখন দেখার বিষয়।