কলকাতা: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘিরে বি সি রায় হাসপাতালে উত্তেজনা ছড়াল। দত্তপুকুরের বাসিন্দা দেড়বছরের শিশুর জ্বর, শ্বাসকষ্টের সমস্যা থাকায়, বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 


অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। গতকাল রাতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৮ জন শিশুর। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায়, বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে ৭ মাস বয়সী শিশুকে বি সি রায় হাসপাতালে আনা হয়। আইসিইউ-তে থাকা ওই শিশুর সিভিয়ার নিউমোনিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতালের রিপোর্টে জানানো হয়। 


অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠকে বসছে টাস্ক ফোর্স। দুপুর ২টো নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। বিভিন্ন হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে, তাদের মধ্যে কতজন অ্যাডিনো আক্রান্ত, পরিকাঠামোর কোনও খামতি রয়েছে কি না, বেডের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা প্রয়োজন কি না, কীভাবে হাসপাতাল পরিদর্শন করা হবে, এসব নিয়েই মূলত আলোচনা করবেন টাস্ক ফোর্সের সদস্যরা। এছাড়াও, কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে, জরুরি ভিত্তিতে তা অসুস্থ শিশুর পরিবারকে জানানো যায় কি না, তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। অ্যাডিনো-পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে। অ্য়াডিনো সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্তদের চিকিৎসার বিষয়টি তদারকির জন্য় ৮ সদস্য়ের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য় সরকার। যার চেয়ারম্যান মুখ্যসচিব। 


গতকালও বি সি রায় হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু হয়েছিল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। শনিবার ভোররাতে বি সি রায় হাসপাতালে বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা ৭ মাসের শিশুর মৃত্যু হয়। ৯ দিন বি সি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বি সি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল। পরিবারের দাবি, জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। 


উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১১ হাজার আক্রান্তের মধ্যে রাজ্যে মাত্র ১৯ জনের মৃত্য়ু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। তাঁদের মধ্যে আবার ১৩ জনের মৃত্যু কো-মর্বিডিটির কারণে। সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যসচিব। পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে ৮ সদস্যের টাস্ক ফোর্স। অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই আজ ভোরে ফের বি সি রায় শিশু হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।