সনৎ ঝা, দার্জিলিং: পিকে-র (PK) সংস্থাকে দিয়ে কংগ্রেসের (Congress) সম্ভাব্য প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ করলেন দার্জিলিঙের (Darjeeling) জেলার সমতলের কংগ্রেস (Congress) সভাপতি। অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।


২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভায় (Siliguri Municipality) ভোট হবে বলে, সম্প্রতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। তবে ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও কোনও বিজ্ঞপ্তি জারি না করলেও, শাসকদলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। যা নিয়ে ডিসেম্বরের (December) ঠান্ডার মধ্যেও উত্তরে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।


পিকের টিম (Prashant Kishore) টাকার থলি এনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে বলে অভিযোগ, কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকারের। তাঁর দাবি, দল ভাঙানোর জন্য ভোট কুশলী পিকে-র সংস্থাকে ময়দানে নামিয়েছে শাসক দল। পাল্টা অভিযোগ তৃণমূলেরও। দার্জিলিং (Darjeeling) সমতলের তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্তের দাবি, অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যে অভিযোগ। তিনি বলেন, “বাম-কংগ্রেসের (Left Congress) অস্বিত্ব নেই, ওদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওদের অভিযোগের কোনও ভিত্তি নেই।’’


২০১৫-এর পুরভোটে (Municipal Election) ৪৭ আসনের শিলিগুড়িতে (Siliguri) ২৩ টি আসন পেয়েছিল বামফ্রন্ট (Left)। একমাত্র নির্দল সদস্যকে সঙ্গে নিয়ে বোর্ড গড়েছিল তারা। তৃণমূল (TMC), কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) যথাক্রমে পেয়েছিল ১৭, ৪ ও ২ টি করে আসন। দল ভাঙানো নিয়ে কংগ্রেস (Congress) আর তৃণমূলের (TMC) যখন জোর তরজা বেঁধেছে, তখন আসন্ন শিলিগুড়ি পুরসভার ভোটে জিতে ফের বোর্ড গড়ায় আত্মবিশ্বাসী বামেরা (Left)। জেলার সিপিএম (CPIM) নেতা জীবেশ সরকার বলেন, জোট হবে কিনা পরের বিষয়, কিন্তু সুষ্ঠু ভোট করতে আমরা সবাই এক, বোর্ড আমরাই গড়ব।


আরও পড়ুন: Birbhum News: স্কুলে ছোটদের ভর্তি করানোর উদ্যোগ, বীরভূমে চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি