আবীর ইসলাম, বীরভূম: বীরভূমে (Birbhum) চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি (Admission Program)। বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ও নতুন ক্লাসে ছোটদের ভর্তি করালেন শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।


নবম শ্রেণি (Class IX) থেকে ক্লাস শুরু হলেও, করোনা আবহে দু’বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল (Primary School)। এই পরিস্থিতিতে অনেকে আবার বাড়ির ছোটদের নতুন ক্লাসে ভর্তি করাচ্ছে না। কিন্তু এইভাবে আর কতদিন চলতে পারে। তাই ছোটদের স্কুলমুখী করতে বীরভূমে চালু হল ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচি।


বীরভূমে দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি।শনিবার শান্তিনিকেতনের (Shantiniketan) পিয়ারসনপল্লির আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি যান স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের সন্তানদের নতুন ক্লাসে ভর্তি করালেন তাঁরা। ভর্তি নেওয়া হল নতুন পড়ুয়াদেরও।


বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর,  জেলায় মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ২ হাজার ৪০২। কোভিডের জন্য গত ২ বছর ধরে প্রাথমিক স্কুল বন্ধ থাকায়, অনেক অভিভাবক ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করেননি। অনেকক্ষেত্রে আবার নতুন ক্লাসে পড়ুয়া ভর্তিতেও অনীহা থেকে গেছে অভিভাবকদের। এই কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্কুল খুললেই পড়ুয়াদের সেখানে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।


জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি প্রলয় নায়েক বলেন, “প্রতিটি শিক্ষক প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে দুয়ারে শিশু ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে । এতে প্রচুর মানুষ উপকৃত হবে, করোনা অতিমারীর ফলে অনেকেই স্কুলমুখী হচ্ছিল না । এবার কিছুটা ঘাটতি পূর্ণ হবে।’’ এদিন যেসব শিশুদের স্কুলে ভর্তি করানো হল, তাদের মিষ্টি, মাস্ক ও স্যানিটাইজারও দেন শিক্ষক-শিক্ষিকারা। একমাস ধরে চলবে এই দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি।


আরও পড়ুন: South 24 Parganas: যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি, পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা