কলকাতা : গার্ডেনরিচে মৃত্যুমিছিল। লোকসভা ভোটের আগে বেআইনি বহুতল ভেঙে ৯ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর বলেন, "সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহুতল বাড়ি। তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি ও জমি লুঠ। সবাই যখন মেরে খাচ্ছে, তখন মেয়র সাহেব কি আর বসে থাকবেন ! তিনিও বসে থাকবেন না ! তাই তাঁর পাড়ায়, তাঁর চোখের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যা খুশি তা-ই করেছেন। নয় জন মানুষের মৃত্যু। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছিটানো ছাড়া আর কি থাকতে পারে। শামসের ক্ষমতা আছে মেয়রের কথা অবাধ্য করার। এখন দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম। এখনই ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। উনি খুনি। রমজান মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য তিনি দায়ী। ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত। তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত।"
আজ সকালে গার্ডেনরিচে ফের উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ। ধ্বংসস্তূপের নীচে এখনও আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা জানতে ২টি স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। আলোর ব্য়বস্থা করা গেলেও সোমবার রাতে উদ্ধারকাজ বন্ধ রাখে এনডিআরএফ। তবে রাজ্য় বিপর্যয় মোকাবিলা দফতর সোমবার রাতেও উদ্ধারকাজ চালিয়ে গিয়েছে। গার্ডেনরিচে ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্য়া ৯ জন। ইতিমধ্য়েই ৭টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর ৫টি দেহ মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ ২টি দেহের ময়নাতদন্ত হবে। এই দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। রবিবার মধ্য়রাতে গার্ডেনরিচের পাহাড়পুরে আচমকা ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলটি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভেঙে পড়া বহুতলটি বেআইনি। এলাকায় পুকুর বুজিয়ে একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভেঙে পড়া বহুতলটি বেআইনি মেনে নিয়েছেন মুখ্য়মন্ত্রী এবং মেয়রও।
আরও পড়ুন ; গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল, গভীর সম্পর্ক?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে