West Bengal Live Blog: মালদার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেসও

West Bengal Live Update: রাজ্য থেকে জেলা, কোথায় কী ঘটছে.. দেখে নিন এক ক্লিকে

ABP Ananda Last Updated: 31 Jul 2025 07:01 AM

প্রেক্ষাপট

কলকাতা: কুকুরের পর এবার ট্রাক্টরের নামেও বিহারে 'রেসিডেন্সিয়াল সার্টিফিকেট'! 'পূর্ব চম্পারণে সোনালিকা ট্রাক্টরের নামে শংসাপত্র, বাবার নাম স্বরাজ ট্রাক্টর! প্রথমে কুকুর, এবার ট্রাক্টরের নামে শংসাপত্র দিচ্ছে বিহার সরকার। এই ধরনের...More

News Live: CAA তে ফর্ম ফিল আপ নিয়ে হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল নেতার গলায়

বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।