ঋত্বিক প্রধান ও দীপক ঘোষ, কলকাতা: শুভেন্দু অধিকারীকে (Suvendhu Adhikari) মারধরের হুঁশিয়ারি। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai) এই হুমকি শোনা গেল তৃণমূল (TMC) নেতা প্রদীপ গায়েনের গলায়। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবেগ তাড়িত হয়ে হয়ত বলে ফেলেছেন, মন্তব্য কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির।


কী বলেছেন তৃণমূল নেতা? 


কাঁথির তৃণমূল নেতা প্রদীপ গায়েন, "শুভেন্দু যদি ভাবেন, আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা যদি দুর্বলতা ভাবেন ভুল করবেন, কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না, আপনার যদি দম থাকে ১৫ মিনিটের জন্য CRPF ছেড়ে কাঁথি শহরে বেরিয়ে আসুন। কত বড় বাপের বেটা দেখব। আর এরপরে যদি মাত্রা অতিক্রম করেন, CRPF’এর সামনে ধরে মারব। নরেন্দ্র মোদি, অমিত শাহর বাপের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখাক।" 


আরও পড়ুন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ হাতানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা


বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল পরিচালিত কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। শাসকনেতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার। বিজেপি (BJP) কর্মীদের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গেরুয়া ব্রিগেড।                                                                      


সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যার প্রেক্ষিতে রবিবার, কাঁথির পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখানেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে হুমকি দেন প্রদীপ গায়েন।        -                                                                       


পাল্টা জবাব শাসকদলের। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি বলেন, "উনি আবেগপ্রবণ হয়ে বলে ফেলেছেন, গতকাল যেভাবে আমাদের কর্মীদের মারধর হয়েছে তাতে আবেগতাড়িত হয়ে হয়তো বলে ফেলেছেন।" সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে এক তৃণমূল নেতার হুমকি-বিতর্কে সরগরম কাঁথি।