সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: গ্রাম পঞ্চায়েত প্রধান (panchayat pradhan) যে ভাবে টেন্ডার (tender) ডেকেছিলেন, তার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে কলকাতার (kolkata) উচ্চ আদালতে (high court) মামলা করলেন ঠিকাদাররা (contractor)। পুরুলিয়ার (purulia) আড়ষা ব্লকের অন্তর্গত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝির বিরুদ্ধে অভিযোগ। আগামী ১৭ আগস্ট টেন্ডারের সমস্ত নথি-সহ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কার্যনির্বাহী আধিকারিক (এগজিকিউটিভ অফিসার)-কে হাজিরার নির্দেশ দেয় আদালত।


কী অভিযোগ?
টেন্ডার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বেনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ উঠছিল তৃণমূল পরিচালিত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝির বিরুদ্ধে। স্থানীয় ঠিকাদাররা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা করতে পারেননি বলে দাবি। শেষমেশ কলকাতা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন তাঁরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৭ আগস্ট চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী মাঝি এবং কার্যনির্বাহী আধিকারিক (এগজিকিউটিভ অফিসার) সুরজিৎ মণ্ডলকে টেন্ডারের সমস্ত নথি-সহ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। মামলাকারী পক্ষের আইনজীবী সৌগত মিত্র বলেন, 'রাজ্য অর্থ দফতরের নির্দেশ মতো টেন্ডার ডাকা হয়নি। কোনও প্রথম শ্রেণির খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পঞ্চায়েতের টেন্ডার ওয়েবসাইটেও দেওয়া হয়নি । সমস্ত দিক বিবেচনা করে কলকাতা উচ্চ আদালত চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এগজিকিউটিভ অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।'


আগেও অভিযোগ...
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ নতুন নয় পুরুলিয়ায়। সম্প্রতি এই কারণেই তৃণমূল পরিচালিত বান্দোয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন সেখানকার ঠিকাদাররা। তার প্রেক্ষিতে উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬২ লক্ষ টাকার ১০টি কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। ফের এক অভিযোগ পুরুলিয়ার চাটুহাঁসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। বার বার কেন বেনিয়মের অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের?প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, এর প্রভাব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দেখা যাবে না তো? উল্লেখ্য, গত ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষ্যে ধুপগুড়ি গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'হয় ঠিকাদারি করুন, নইলে তৃণমূল করুন। সারা বাংলায় এটা বাস্তবায়িত করবই। মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকলে, তবেই পঞ্চায়েতের টিকিট দেবে তৃণমূল। কোনও দাদা,দিদির পা ধরে তৃণমূলের টিকিট পাওয়া যাবে না। 'পুরুলিয়ার সরাসরি ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ না উঠলেও ঠিকাদারির জন্য টেন্ডারের প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ। তবে নিশানায় সেই শাসকদলের পঞ্চায়েত প্রধানই।


আরও পড়ুন:আর কিছুক্ষণেই তুমুল বৃষ্টিতে ভাসবে শহর-জেলা, জানুন দুর্যোগ কোথায় কোথায়