সুনীত হালদার, হাওড়া: ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। গতকাল রাতে ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন C13 কোচের কয়েকজন যাত্রী। IRCTC-র কাছে অভিযোগও জানান। দোষ প্রমাণ হলে, খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, IRCTC-র পূর্বাঞ্চলীয় অ্য়াডিশনাল জেনারেল ম্যানেজার।
খারাপ খাবার দেওয়ার অভিযোগ
ফের বিতর্কে বন্দে ভারত এক্সপ্রেস! আবার খারাপ খাবার দেওয়ার অভিযোগে সরব হলেন যাত্রীরা। NJP থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের C-13 কোচের কয়েকজন যাত্রীর অভিযোগ, রাতের খাবারে তাঁদেরকে পচা ডাল দেওয়া হয়। ট্রেনের মধ্যেই খারাপ খাবার নিয়ে সরব হন তাঁরা। যাত্রীদের দাবি, খাবার পাল্টে দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনে ঢোকার পর এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। IRCTC-র কাছে অভিযোগও জানান। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। IRCTC-র পূর্বাঞ্চলীয় অ্য়াডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, দোষ প্রমাণ হলে খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আগেও অভিযোগ
গত ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করেছে প্রিমিয়াম ট্রেনে বন্দে ভারত। শৌচাগারে জলের অভাব, দরজা ঠিকঠাক না খোলা, চা-জলখাবার সময় মতো যাত্রীদের কাছে পৌঁছে দিতে না-পারার মতো একাধিক অভিযোগ উঠেছে প্রথম দিন থেকে। প্রথম দিনই অভিযোগ উঠেছে খাবারের মান নিয়ে। যাত্রী পরিষেবা শুরুর করার পর একাধিকবার পাথর-হামলার মুখে পড়েছে ভারতীয় রেলে ফ্ল্যাগশিপ ট্রেন 'বন্দে ভারত'। প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়েও। এই প্রেক্ষিতে ফের খারাপ খাবার দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেল বন্দে ভারতে।
ঝলকে বন্দে ভারতের খাওয়া-বসার ব্যবস্থা
প্রসঙ্গত, খাবারের জন্য আলাদা টাকা দিতে হয় না বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে। বরং টিকিটের সঙ্গেই ধরা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর এবং রাতের খাবার। আমিষ না নিরামিষ, তা যদিও যাত্রীকে জানিয়ে দিতে হবে আগে। টিকিট কাটার সময়ই সাধারণত আমিষ এবং নিরামিষ খাবারের মধ্যে বেছে নেওয়ার উপায় থাকে। বন্দে ভারতে একসঙ্গে সফর করতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী। বসার ব্যবস্থা দু'রকম। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের চেযার ঘোরানো যায় ১৮০ ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি।
আরও পড়ুন- আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, মালদায় পাথরবৃষ্টি, হামলা