সৌমেন চক্রবর্তী ও সন্দীপ সমাদ্দার, পশ্চিম মেদিনীপুর: ভুল বলছে কুড়মিরা (Kurmi)। এই মন্তব্য করে এবার বিতর্ক বাড়ালেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তাঁর দাবি, সিআরআই রিপোর্টের ওপর জাস্টিফিকেশেন দিয়েছে রাজ্য সরকার। পাল্টা কুড়মি সমাজের দাবি, রাজ্য সরকার কোনও জাস্টিফেকেশন পাঠায়নি। এই আবহে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বয়কটের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। 


পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) তৃণমূল (TMC) কংগ্রেস জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির কথায়, কিছু স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনদের ভুল বুঝিয়ে ... আমার ধারণা, বিজেপি (BJP) তাদের উস্কানি দিয়ে, সিপিএম (CPM) তাদের উস্কানি দিয়ে দিল্লিতে (Delhi) কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে। 


কুড়মিদের নিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির মন্তব্যের জেরে যখন জঙ্গলমহলে উত্তেজনার পারদ চড়ছে তখন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। এবার কুড়মি সমাজেরই প্রতিনিধি শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) দাবি, কুড়মিরা (Kurmi) ভুল বলছে। 


তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কথায়,অনেক কিছু কুড়মি সমাজ ভুল বলছে। সিআরআইয়ের ওপর জাস্টিফায়েড রাজ্য সরকার করে দিয়েছে। একই জাস্টিফাইডের উপর তামাড়িয়ারা এসটি হয়েছে। এখনও আলোচনার পথ খোলা আছে। 


যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে কুড়মি সমাজ। কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর কথায়, রাজনৈতিক চাপে এসব বলছেন। জঙ্গলমহলে মাইকের চঙ্গা বাধা আছে, আর মেশিন আছে কলকাতায়। সেই রকমই অবস্থা শ্রীকান্তের। যদি রাজ্য সরকার রিপোর্ট পাঠালেও জাস্টিফিকেশন করেনি। কেন্দ্র চেয়ে পাঠালেও দেয়নি। আমাদেরকে কপি দিক, আমরা তাহলে আন্দোলন তুলে নেব।


অজিত মাইতির কুড়মিদের নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে সোমবারই ক্ষমা চান মুখ্যমন্ত্রী। আর এই আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election)  তৃণমূলকে বয়কটের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। 


কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবিগুলি নিয়ে আন্দোলনে অনড় তারা। ২০ সেপ্টেম্বর তিন রাজ্যে ফের রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। 


আরও পড়ুন: Coochbehar News: 'উত্তরবঙ্গের সব আসনেই প্রার্থী দেবে বিজেপি, বাধা দিলে প্রতিরোধ হবে', হুঙ্কার বিজেপি নেতা