আলিপুরদুয়ার: আর কোনও রাখঢাক নয়, 'বঙ্গভঙ্গে'র ডেডলাইন ঘোষণা করে দিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত রায় (Ananta Roy) তথা মহারাজ। জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগেই কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা হয়ে যাবে। ১০০ শতাংশ সিদ্ধান্ত হয়ে গিয়েছে, পৃথক উত্তরবঙ্গ (Separate North Bengal) রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের (Union Territory) ঘোষণা এখন সময়ের অপেক্ষা বলে গতকালই ঘোষণা করেছিলেন তিনি।
এ বার 'বঙ্গভঙ্গে'র ডেডলাইন ঘোষণা করে দিলেন অনন্ত মহারাজ
শনিবার আলিপুরদুয়ারে জেলা তৃণমূলের সহ-সভাপতির বাড়িতে গিয়েছিলেন অনন্ত। সেখানেই এমন মন্তব্য করে ফের জল্পনা উস্কে দিলেন অনন্ত। তাঁর কথায়, "আমার বিশ্বাস, লোকসভা ভোটের আগেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হবে।" বিজেপি যদিও সংবিধান মেনে সিদ্ধান্ত গ্রহণের কথা বলে সরাসরি এ নিয়ে মন্তব্য এড়িয়েছে। তবে তৃণমূলের দাবি, ২০২৪-এর আগে বিজেপি শেষ হয়ে যাবে। সিপিএম বলছে, বাংলাকে অস্থির করে তোলার রাজনীতি করছে বিজেপি।
এ দিন অনন্তকে প্রশ্ন করা হয়, কবে নাগাদ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে আশা করছেন তিনি! জবাবে তিনি বলেন, "নির্বাচনের আগেই।" পঞ্চায়েত নির্বাচনের আগে? তিনি বলেন, " না, না, লোকসভা নির্বাচনের আগেই হবে বলে আমার বিশ্বাস। সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এখন আমি আর কী লড়াই করব!"
অনন্তর এই দাবি নিয়ে প্রতিক্রিয়া চাইলে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এই তো শুনছিলাম ২২ ডিসেম্বর হবে। এখন ২০২৪-এ চলে গেল। এই করে ওঁর বুকে ভিজে গামছা বেঁধে রেখে সঙ্গে রাখার চেষ্টা করছে বিজেপি। তার পর তো ২০২৪-এর পর বিজেপি-ই থাকবে না। তখন আর বলতে পারবে না। তাই ২০২৪ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে।
তৃণমূল এবং বিজেপি, দুই দলকেই তীব্র কটাক্ষ করেছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পশ্চিবঙ্গকে বিপর্যস্ত করা, অস্থির করা, বিভাজন করা, এই রাজনীতি বহুদিন ধরে বাংলায় চালিয়ে যেতে চাইছে তৃণমূল এবং বিজেপি। অস্বীকার করার জায়গা নেই যে, মুখ্যমন্ত্রী খোদ বলেছিলেন, উত্তরে কামতা, দক্ষিণে মমতা।"
পঞ্চায়েত নির্বাচনের আগে 'বঙ্গভঙ্গ' নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি
তৃণমূল যদিও এ যাবৎ বলে আসছে যে, বাংলা ভাগ হওয়ার প্রশ্নই ওঠে না। বরফ গলাতে সম্প্রতি ভাইফোঁটায় অনন্তকে উপহারও পাঠান মমতা। মমতাকেও পাল্টা উপহার পাঠান অনন্ত। কিন্তু তার পরই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে হাজির হন অনন্ত। সেখান থেকে বেরিয়ে জানান, ১০০ শতাংশ সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে শনিবার ডেডলাইনই ঘোষণা করে দিলেন অনন্ত।