শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে, কোচবিহারে (Cooch Behar News) তার প্রস্তুতি শুরু করল বিজেপি (BJP)। জেলার পর্যবেক্ষক হলেন কালচিনির বিধায়ক বিশাল লামা এবং প্রাক্তন বিধায়ক শুকরা মুণ্ডা। পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে টক্কর নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা। এ নিয়ে যদিও কটাক্ষ করেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে টক্কর নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা
এ নিয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, "গ্রামাঞ্চলে একটা কথা আছে, যে আদা খাবে সে ঝাল বুঝবে। ইট মেরে তারা যেন ভাবে না যে, আমরা ওই রসগোল্লা দিয়ে তাদের ঢিল মারব। সমানে সমানে হবে।"
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের মুখে ইট-পাটকেল-লাঠির হুঁশিয়ারিও শোনা যাচ্ছে লাগাতার। এ বার কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মনের মুখেও শোনা গেল প্রতিরোধের হুঁশিয়ারি।
দীপকের কথায়, "জীবন ও সম্পত্তিহানির সম্ভাবনা দেখা দিলে আমরা প্রতিরোধ করব...নমিনেশনও দেব লড়াইও করব জিতবও বটে...তৃণমূলের আছেটা কী...থাকার মধ্যে পুলিশ প্রশাসন আর কিছু তো নাই তৃণমূলের।"
আরও পড়ুন: Sukanta Majumdar: ‘মানিক মুখ খুললে অনেক উইকেট পড়বে', সুকান্তর মুখে সেই ‘ডিসেম্বর ডেডলাইন’
তৃণমূলও পাল্টা সুর চড়িয়েছে। তাচ্ছিল্যের সুরে তাদের প্রশ্ন, সব পঞ্চায়েতে বিজেপির প্রার্থী দিতে পারবে তো? তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অন্য নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন আলাদা...মানুষ দেখে কাকে সারাবছর পাওয়া যাবে...কে কাছে আসে...কে উন্নয়ন করবে পরিষেবা দিতে পারবে কি না এগুলোই মানুষ বিবেচনা করে...বিজেপির যা হাল প্রার্থী দিতে পারবে কি না সন্দেহ।"
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত আসন - সর্বত্রই ছিল তাদের দাপট। যদিও ২০১৯-র লোকসভা ও গত বিধানসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারে দাপট ধরে রাখতে মরিয়া বিজেপি
সেই সাফল্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ধরে রাখতে মরিয়া গেরুয়া ব্রিগেড। এ দিন কোচবিহার জেলা বিজেপির পঞ্চায়েত-প্রস্তুতি বৈঠকে। জেলা বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কালচিনির বিধায়ক বিশাল লামা ও নাগরাকাটার প্রাক্তন বিধায়ক সুকরা মুন্ডাকে।