শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) শীতলকুচির গোঁসাইয়ের হাট বাজারে বিজেপি (BJP) পার্টি অফিসে তালা মেরে, পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তৃণমূলের মিছিল থেকে আওয়াজ ওঠে ধোলাই হবে, পিটাই হবে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল শীতলকুচির (Sitalkuchi) গোঁসাইয়ের হাট বাজারে তৃণমূল কর্মীরা মিছিল করে এসে, পুলিশের সামনেই বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেয়। ছেঁড়া হয় পতাকাও। তৃণমূলের পাল্টা দাবি, এক ব্যক্তির জমি দখল করে বিজেপি পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমির মালিকই তালা ঝুলিয়ে দেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
এমনিতেই গত কয়েকদিন ধরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের গ্রেফতারির দাবিতে দিনহাটায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। দিনহাটা থানার সামনেও চলে বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
তৃণমূলের দাবি, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ভেটাগুড়িরই বাসিন্দা দুই তৃণমূল কর্মী অজিত বর্মন ও বিশ্বজিৎ বর্মন। অভিযোগ তখনই নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে কয়েকজন বিজেপি কর্মী বেরিয়ে এসে দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে। দু'জনেরই মাথা ফেটে যায়। প্রথমে তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহারের MJN হাসপাতালে।
ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভেটাগুড়িতে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। পুলিশ বাধা দিলে বচসা বেধে যায়। অন্য়দিকে, দিনহাটা থানার সামনেও শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। ঘটনার নেপথ্য়ে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ বিজেপির। এদিকে, ঘটনার জেরে সেদিন স্তব্ধ হয়ে যায় ভেটাগুড়ি বাজার। কোনও দোকান-পাট খোলা হয়নি। পুলিশ একটা ব্য়বস্থা করুক। নাহলে ব্য়বসা বন্ধ রয়েছে। লোকসান হচ্ছে, দাবি তোলেন ব্যবসায়ীরা।
দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। যে ঘটনার রেশ কাটার আগহেই ফের তপ্ত হয়ে উঠল কোচবিহার।
আরও পড়ুন- আদিবাসী কুড়মি সমাজের দাবি আদায়ে ফের রেল রোকো ! প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা