শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটে (Municipal Election) কেউ বিশ্বাসঘাতকতা করলে তারজন্য চালু হবে দুয়ারে প্রহার (Duare Prahar) প্রকল্প। আজ কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata) দলীয় কর্মিসভায় এই ভাষাতেই হুঁশিয়ারি (Warining)দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha) । এখন থেকেই সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন শাসক দলের বিধায়ক, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
পুরভোটের আগে ফের বিতর্কে উদয়ন গুহ।ভোট না দিলে প্রহারের দাওয়াই দিলেন তৃণমূল বিধায়ক।শাসক নেতার হুঁশিয়ারিতে দানা বেঁধেছে বিতর্ক।
পুরভোটের প্রস্তুতিতে রবিবার কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভা করে তৃণমূল।আর এই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।পুরভোটে তৃণমূলকে ভোট না দিলে যে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দেন তিনি।
দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার, সেকথাটা যেন মাথায় থাকে, দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।
উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, দিনহাটার বিধায়ক বিধানসভার উপনির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করেছিলেন ,এবার পুরভোটের আগে সেই সন্ত্রাসই তৈরি করতে চাইছেন, তাই কর্মী-সমর্থকদের একথা বলেছেন, এখনই তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন।
উদয়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে বিজেপি।
তবে এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। কখন হুমকি দিয়েছেন বিরোধী দলকে। বলেছেন, বদল অনেক হয়েছে, এবার বদলের সঙ্গে সঙ্গে বদলাও চাই।
আবার কখনও নিজের দলের অপর গোষ্ঠীর উদ্দেশে দিয়েছেন শাসানি। বলেছিলেন, আপনি INTTUC-র নাম করে আলাদা করে মিটিং করবেন, সেখানে নেতাদের আমন্ত্রণ করবেন না, আর আপনাকে সব মিটিংয়ে আমন্ত্রণ জানানো হবে, সেটা তো হবে না।
এই অবস্থায় পুরভোটের আগে দিনহাটার তৃণমূল বিধায়কের নতুন হুমকি ঘিরে শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে।