কোচবিহার: বাংলা ভাগের (Separate North Bengal State)  পক্ষে সওয়ালের পর সরকারি উৎসবে আমন্ত্রিত অনন্ত রায় (Ananta Roy)। মূলত, 'আলাদা রাজ্য সময়ের অপেক্ষা। কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ১০০ শতাংশ আলাদা রাজ্য হবে', গতকালই বিস্ফোরক দাবি করেন জিসিপিএ নেতা অনন্ত রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে সাক্ষাতের পর এই দাবি করেন অনন্ত রায়। তারপরেই কোচবিহার রাসমেলায় আমন্ত্রণ জিসিপিএ নেতা অনন্ত রায়কে। আমন্ত্রণ জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান  রবীন্দ্রনাথ ঘোষ।

  


শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে দিনহাটায় বৈঠক করেন অনন্ত মহারাজ। প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় দু'জনের মধ্যে। আর সেখান থেকে বেরিয়েই এমন মন্তব্য করেন অনন্ত মহারাজ। তিনি বলেন, "উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সময়ের অপেক্ষা।' তাঁদের এই বৈঠককে যদিও 'সৌজন্য সাক্ষাৎ' বলে উল্লেখ করেন নিশীথ। পৃথক উত্তরবঙ্গ রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত কোচবিহার তথা উত্তরবঙ্গের রাজনীতি। বিজেপি নেতাদেথর মধ্যে বেশ কয়েক জনকেও তাতে সমর্থন জানাতে দেখা গিয়েছে। সেই আবহেই এ দিন বাড়ি বয়ে গিয়ে নিশীথের সঙ্গে দেখা করেন অনন্ত। দীর্ঘ ক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, 'পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া এখন সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার।'


এ নিয়ে নিশীথ যদিও কোনও উচ্চবাচ্য করেননি। অনন্তর সঙ্গে সাক্ষাৎকে নেহাত সৌজন্য বলেই উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয়, পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিয়ে প্রশ্ন করলে জানান, যখন রহবে, তখন সকলে বুঝতে পারবেন। স্বভাবতই এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর কথায়, "কে কার সঙ্গে দেখা করবেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার তাঁদের। কিন্তু আলাদা রাজ্যের গঠন অলীক কল্পনা ছাড়া কিছু নয়।'


 আরও পড়ুন, কেন ডিএ দিচ্ছে না রাজ্য? যুক্তি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়


বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। তার পরই আবার ২০২৪-এর লোকসভা নির্বাচন রয়েছে।  তার আগে উত্‍সবের মরসুমকে কাজে লাগিয়ে এখন থেকেই তৃণমূল-বিজেপি, দুই শিবির জমি তৈরি করতে ঝাঁপাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই প্রেক্ষাপটেই সম্প্রতি ভাইফোঁটায় অনন্তকে উপহার পাঠান মমতা।  মমতার পাঠানো উপহার নিয়ে অনন্তর বাড়িতে যান তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং আলিপুদুয়ার জেলা তৃণমূলের সহ সভাপতি প্রেমানন্দ দাস। মমতার পাঠানো ধুতি-পাঞ্জাবি, দই-মিষ্টি এবং ফুল অনন্তর নেতার হাতে তুলে দেন তাঁরা।  আবার তাঁদের হাত দিয়ে মমতার জন্য উপহার পাঠান অনন্তও।