শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটার বড় শাকদল রাখালমারী এলাকায় ফের পুকুর থেকে উদ্ধার হল মানবদেহের হাড় ও মাথার খুলি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

 পুকুরপাড়ে বস্তা দেখে সন্দেহ

রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা মিঠুন দেবনাথের পুকুর পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মিঠুনকে জানানো হলে তিনি পুকুরে এসে বস্তাটি খুলে কয়েকটি হাড় ও মাথার খুলি দেখতে পান। এরপর তিনি সাহেবগঞ্জ থানার পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি তল্লাশি করে হাড় ও খুলি জব্দ করে। প্রায় এক মাস আগে এই একই পুকুর থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার হয়েছিল। পুলিশ জানিয়েছে এর আগে যে হাড়গোড় পাওয়া গিয়েছিল আর আজ যে গুলি পাওয়া গেছে সেগুলি সম্ভবত একই ব্যাক্তির দেহের অংশ।

 

 পরিত্যক্ত বাড়ির ছাদে জমে যাওয়া জল পরিষ্কার করতে গিয়ে শিউরে ওঠা ঘটনা

একুশ সালে এমনই একটি শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেবার উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছিল। ওই বাড়িটি পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে গিয়েছিলেন। তখনই দেখা যায়, ছাদে পড়ে একটি কঙ্কাল। উত্তর বন্দর থানার পুলিশ এসেছিল ঘটনাস্থলে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি মানুষের।  

আরও পড়ুন, 'দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য'! লন্ডন-বিতর্কের মধ্যেই শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

 কঙ্কাল উদ্ধারের ঘটনায় কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য ছিল, যে পাম্প হাউসের ছাদ থেকে কঙ্কালটি উদ্ধার হয়, তা ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার সঙ্গে কঙ্কাল উদ্ধার নিয়ে কথা বলেছিলেন লালবাজারের গোয়েন্দারা। কীভাবে পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত পাম্প হাউসের ছাদে এসেছিল কঙ্কাল? কতদিন আগে মৃত্যুর ঘটনা ঘটে? কঙ্কালটি পুরুষ না মহিলার? কেউ কি ওই পরিত্যক্ত পাম্প হাউসে মারা যান? নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? উঠেছিল নানা প্রশ্ন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঝিঝিরআইটে আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। কঙ্কালের পাশেই পড়ে ছিল ওড়না, জুতো, ব্যাগ, টিফিন বক্স।   ভাঙড় থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করেছিল।