কোচবিহার: কোচবিহারের পানিশালায় এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশসূত্রে খবর, মৃতের নাম সুবোধ মালাকার। পরিতোষ দাস নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

আরও পড়ুন, রাজ্য়পালের লেখা গল্পের ভিত্তিতে মঞ্চস্থ হল নাটক 'চৌরঙ্গিস ফ্লাওয়ার', নেপথ্যে 'রাজনীতির গন্ধ' পাচ্ছে তৃণমূল ! কী বললেন সি ভি আনন্দ বোস ?

স্থানীয় সূত্রে খবর, সুবোধ মালাকারের জমিতে চাষের কাজ করতেন পরিতোষ। অভিযোগ, কাজ নিয়েই বচসার জেরে রবিবার সুবোধ মালাকারকে মারধর করে অভিযুক্ত পরিতোষ। গুরুতর আহত অবস্থায় সুবোধ মালাকারকে কোচবিহার এম জে এন মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ মৃত সুবোধ মালাকারকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আসছে ভোট, বাড়ছে হত্যালীলা !  চলতি মাসে ৪ জেলায় ইতিমধ্যেই খুন হয়েছেন ৬ তৃণমূল নেতা-কর্মী। ভরতপুরের পর রেজিনগর এবং মুর্শিদাবাদে খুন হন তৃণমূলকর্মী । বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন নিহতের ভাই । আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ তুলেছিলেন নিহতের ভাই। এরপর ২১ জুলাই রেজিনগরে আক্রান্ত হন তৃণমূলকর্মী পতিত পাল। শেষঅবধি মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে ওই তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছিল।

সম্প্রতি আরও একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটেছিল বীরভূমে। রাতে হারিয়েছিলেন স্বামীকে। তারপর ছেলেকে হারানোর ভয়ে কাঁটা হয়েছিলেন বীরভূমে নিহত তৃণমূল নেতার স্ত্রী। পীযুষ পত্নীর কথায়, 'এখনও ভয় করছে, ছেলেকে না মেরে দেয়..' ! এদিকে বীরভূমে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ খুনের পরেই ২ মহিলা-সহ ৩ জনকে আটক করা হয়েছিল।  নিহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছিলেন, বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর পর, রাত দেড়টায় স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। এদিকে পুলিশ সূত্রে দাবি, আটক মহিলা জানিয়েছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ রাতে তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়ির সামনেই ওত পেতেছিল আততায়ী। রাত ২ নাগাদ ওই মহিলার বাড়ি থেকে বেরোতেই তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ওই মহিলার বাড়ির সামনেই পড়েছিল তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ।