কোচবিহার,মেখলিগঞ্জঃ রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার সাতসকালেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি। তবে এদিন শুধুই পরেশ অধিকারীর বাড়িতেই নয়, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ রাজ্যের ১৩ জয়াগায় এদিন ইডি অভিযান চালিয়েছে। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের পরেই, এদিন পরেশ অধিকারী বলেছেন, আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম। অর্থাৎ বাড়ি থাকলে একেবারে ইডি আধিকারিকদের আপ্যায়নে মুড়ি খাওয়াতেন বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন, "হিম্মত থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন'' মমতাকে চ্যালেঞ্জ সুজনের


'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম'-পরেশ অধিকারী


এদিন সাতসকালে পরেশ অধিকারীর বাড়ি অভিযান চালায় ইডি। কিন্তু সেই সময়ে নিজের বাড়িতে ছিলেন না এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানো রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী। তিনি কলকাতায় রয়েছেন এবং বাড়ি সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না বলে জানান তিনি। এরপরেই পরেশ অধিকারী বলেন, 'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম।' প্রসঙ্গত, রাজ্যে এসএসসি মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ আরও অনেকেরই। এদিকে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীরও এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর এনিয়ে তদন্ত শুরু হয়। তারপরেই কম নাম্বার পেয়েও কীভাবে চাকরি হয়েছে, এদিকে যোগ্য নাম্বারেও চাকরি পাননি ববিতা সরকার, এই তথ্য প্রকাশ্যে আসতেই, এই মামলায় , পরেশ কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 


এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি


তবে এসএসিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথমদিকের তলবে পার্থ-পরেশের হাজিরা নিয়ে রীতিমত কালঘাম ছোটে তদন্তকারী অফিসারদের। একদিকে উত্তরবঙ্গ থেকে রওনা দিয়ে শিয়ালদহ আসার পথে আচমকাই নিখোঁজ হয়ে যান পরেশ অধিকারী। পরে জানা যায়, তিনি সরকারি গেস্ট হাউজে উঠেছেন। পরে গিয়ে ফের হাইকোর্ট কড়া নির্দেশ দিলে শেষ অবধি তলবে হাজিরা দেন। অপরদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হলে, তার অসুস্থতার খবর প্রকাশ্যে। কিন্তু অনুব্রত-র মত ঘটনা যাতে পুনরায় না ঘটে, তাই হাইকোর্ট পরিষ্কার জানায়, তলবে হাজিরা দেওয়ার আগে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হওয়া চলবে না। যদিও এদিন এসএসসি দুর্নীতি মামলায় এই প্রথমবার রাজ্যের মন্ত্রীদের বাড়ি সরাসরি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।