কোচবিহার: কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম রঞ্জিত দে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে প্রাণের মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
আরও পড়ুন, ভোটার লিস্টে 'কারচুপি',বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করল কমিশন
ঠিক কী হয়েছিল ?
ভেঙে চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ, একের পর এক গাড়িতে পাথরবৃষ্টি। কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচও অবশিষ্ট নেই। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কারও হাতে তৃণমূলের পতাকা,কারও হাতে কালো পতাকা। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ও এনআরসি-র প্রতিবাদে কোচবিহারে মোট ১৯ টি জায়গায় সভা ছিল তৃণমূলের। একই সঙ্গে এদিনই কোচবিহারের এসপি ও প্রসাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। খাগড়াবাড়িতে যে রাস্তা দিয়ে বিরোধী দলনেতার গাড়ি যাচ্ছিল, সেই রাস্তার পাশেই ছিল তৃণমূলের প্রতিবাদ সভা। সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখলেও তৃণমূল কর্মীরা ব্যারিকেডের বাইরে বেরিয়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারীর কনভয়ে চলে হামলা।
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি
এদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,এই ধরনের হামলা বিরোধী দলনেতার ওপর হতে পারে না। গণতন্ত্রের কালো দিন। বিজেপি এর প্রতিবাদে নামবে। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন। আমরা পথসভা করব, বিক্ষোভ দেখাব।' পাশাপাশি, নিশীথ প্রামাণিক বলেন, 'যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয়, তখন খুব ভাল করেই জানতাম, উদয়নবাবুর এই ধরণের পরিকল্পনা আছে। উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন। সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপরে, এমনভাবে আঘাত করা হয়, যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়ে ছিল তাঁরা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না। কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে, এটা প্রাণনাশের চেষ্টা ছিল।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)