শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহারঃ দিনহাটার (Dinahata Cooch Behar ) সাহেবগঞ্জ থানার সাবরি ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border ) নীলকমল নদীতে দুই অজ্ঞাত পরিচয় উদ্ধার। আজ সকালে নদীতে মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ গুলি একটি ২৫ বছরের যুবতীর অন্যটি ৭ বছরের বালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটি বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে ভেসে আসে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ও বিএসএফ।  বাংলাদেশ এবং ভারত সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বসেছে। 


আরও পড়ুন,  ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!


মৃতদের পরিচয় কী ? তাঁরা কোথাকার বাসিন্দা ?


জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই দিনহাটার সাহেবগঞ্জ থানার সাবরি ভারত-বাংলাদেশ সীমান্তে নীলকমল নদীতে মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই যেহেতু সীমান্তবর্তী এলাকায় যেহেতু এই দেহ উদ্ধার হয়েছে, তাই উঠে এসেছে, একাধিক প্রশ্ন। কারণ কী করে এই মৃত্যু ঘটল তো বটেই, তার পাশাপাশি অন্যতম বড় প্রশ্ন উঠেছে, মৃতদের পরিচয় কী। তাঁরা কোথাকার বাসিন্দা। ভারত নাকি বাংলাদেশের। জানা গিয়েছে, মৃতদেহ গুলি একটি ২৫ বছরের যুবতীর অন্যটি ৭ বছরের বালকের। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটি বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে ভেসে আসে। বিএসএফ ময়নাতদন্তের কথা জানিয়েছে। সকাল পেরোতেই দফায় দফায় বাংলাদেশ এবং ভারত সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বসে। তবে শেষ অবধি পাওয়া খবরে, ওই দুই মৃতদেহের কোনও পরিচয় পাওয়া যায়নি।


 কোভিড পরিস্থিতিতে মৃতদেহ ভেসে আসায় আতঙ্ক


এদিকে দেশ জুড়ে কোভিড পরিস্থিতি চলছে। একুশ সালে কোভিডের দ্বিতীয় ঢেউ চলাকালীন পশ্চিমবঙ্গে নদী পথ উত্তরপ্রদেশ থেকেও দেহ ভেসে আসার অভিযোগ উঠেছিল। তখন আচমকাই নদীতে অর্ধপোড়া বা মৃতদেহ ভেসে আসার একাধিক ঘটনা উঠে আসে। রাজ্য সরকারের তরফে জেলাশাসককে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়। মূলত সেইসময় যোগী রাজ্যের বিরুদ্ধে কোভিডের দেহ সৎকার পুরোপুরি না করে নদীপথে ভাসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও এক্ষেত্রে প্রেক্ষাপট পুরো আলাদা। তবুও সীমান্ত থেকে মৃতদেহ ভেসে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে দিনহাটার সাহেবগঞ্জ থানার সাবরি ভারত-বাংলাদেশ সীমান্তে গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এবং পাশাপাশি ওই এলাকা বিএসএফ-র আওতায় হওয়ায়, যুগ্মভাবে তদন্ত জারি রয়েছে।


 


বিস্তারিত আসছে...