শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের (Panchayatl Elections 2023) আগে তৃণমূল (TMC) পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কোচবিহারের (Cooch Behar News) শীতলকুচিতে (Sitalkuchi News) তুলকালাম। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পার্টি অফিস ভাঙচুর। সংঘর্ষে আহত ২ তৃণমূল কর্মী।


পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কোচবিহারের শীতলকুচিতে তুলকালাম


স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় শীতলকুচির বারোমাসিয়া বাজারে তৃণমূলের পার্টি অফিসে যান নতুন অঞ্চল চেয়ারম্যান গোলাম রব্বানি। তাঁর অভিযোগ, সেইসময় পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় কয়েকজন তৃণমূল কর্মী।


অন্য গোষ্ঠীর দাবি, লোকসভা ভোটের পর থেকে পার্টি অফিসে আসেননি নতুন অঞ্চল চেয়ারম্যান। তাই এ নিয়ে গন্ডগোল হয়। অস্বস্তি ঢাকতে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি ব্লক নেতৃত্বকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর পর এমন ঘটনায় অস্বস্তি দেখা দিয়েছে দলে।


আরও পড়ুন: Anubrata Mandal: দু’-দু’বার সুকন্যার অ্যাকাউন্টে লটারির টাকা! কেষ্ট-কন্যাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই


একই সঙ্গে, পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন একাধিক তৃণমূল নেতাও। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস ও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন।


বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, কটাক্ষ বিজেপির।


উল্লেখ্য, নতুন অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে কোচবিহারের দিনহাটা ও মাথাভাঙায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের সংঘাত। দিনহাটায় প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, তাঁর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল নতুন অঞ্চল সভাপতির অনুগামীদের দিকে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছেন নতুন অঞ্চল সভাপতি।


নতুন অঞ্চল সভাপতি নির্বাচন নিয়েও প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের সংঘাত


অন্যদিকে, মাথাভাঙার ফুলবাড়ি ও রুইডাঙায় অঞ্চল সভাপতি পরিবর্তন চেয়ে জেলা নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। শুক্রবার কোচবিহার জেলায় তৃণমূলের অঞ্চল সভাপতি পদে রদবদল হয়। এরপরই বিভিন্ন জায়গায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।অভিযোগ পেলে আলোচনার মাধ্যমে সমাধান, অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েতের আগে শাসকদলে খেয়োখেয়ি বাড়ছে, কটাক্ষ বিজেপির।