শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : রেমাল দুর্যোগের রেশ এখনও কাটেনি। দক্ষিণবঙ্গে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। সে ঝড় আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে গিয়ে শক্তি হারিয়েছে। কিন্তু উত্তরবঙ্গে তাণ্ডব দেখাল ঝড় । বুধবার গভীর রাতে হঠাৎ ঝড়ে কার্যত তছনছ হয়ে গেল তুফানগঞ্জের ১ নম্বর ব্লক।  


বুধবার গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় ওঠে। এক ধাক্কায় তছনছ হয়ে যায় কোচবিহারের তুফানগঞ্জ এলাকা। কিছুক্ষণের ঝড়ে কার্যত বিপর্যস্ত ১ নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ৩০টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক। 


আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি   


মঙ্গলবার রাত ২টো নাগাদ তুফানগঞ্জের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। বাড়ির ওপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ।  ঝোড়ো হাওয়ায় মুহূর্তে উড়ে যায় টিনের ছাউনি। রাতের ঝড়ের পর নাককাটিগাছ এলাকার বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে রয়েছে। ঝড়ে রাত কাটলেও প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের অভিযোগ।  


সোমবারই দিনভর ঝড়বষ্টির পর, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছিল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের রেমাল-ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এ বিষয়ে আগেই সতর্ক করে দিয়ে ছিলেন। রেমাল ঘূর্ণিঝড়ের দাপটে এখনও পর্যন্ত রাজ্যে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কোচবিহারের ঝড়ে এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি। 


মঙ্গলবার রাতে  শিলিগুড়িতেও ছিল বৃষ্টির দাপট। সঙ্গে প্রবল ঝড়। শহরাঞ্চলে বেশ কিছু জায়গায় গাছ পড়ে যায়। শিলিগুড়ির কলেজ পাড়া,হাকিম পাড়া,সেবক রোডের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে। বুধবার সকালে পুরসভার পক্ষ থেকে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে ফেলা হয় বলে খবর। এছাড়া রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ে হায়দার পাড়ার বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে