শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস তো ছিলই। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবারই জানায় আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। সেই সঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গও। সম্ভাবনা সত্যি করে মঙ্গলবার ভোররাতে কোচবিহারের দিনহাটা শহরে প্রবল ঝড়-বৃষ্টি হল।


প্রবল ঝড়ে ক্ষতি
ভোর রাতে কিছুক্ষণের তুমুল ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় দিনহাটার চওরার হাট বাজারের বেশ কয়েকটি দোকান। প্রবল ঝড়ে ক্ষতি হয়েছে দিনহাটা ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি বাড়িরও। ব্যবসায়ীরা জানিয়েছেন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাবার পর ভোররাতে ঝড় বৃষ্টি শুরু হয়, সেই সময় দোকানের উপর ভেঙে পড়ে পুরনো একটি গাছ। তাতেই ক্ষতিগ্রস্ত হল দোকানের।

আরও পড়ুন :


কেমন আজ শৈলশহরের আবহাওয়ার হাল হকিকত ?


 ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


বৃষ্টি পাহাড়েও
আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোথাও কোথাও । 


কলকাতা শহরের আবহাওয়ায় খুব পরিবর্তন না হওয়ারই কথা।  আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে গরম থেকে সুরাহার বার্তা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।