কোচবিহার : খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা। বিজেপির দাবি, ওই গাড়িতেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। যদিও তৃণমূলের স্পষ্টতই অভিযোগের তীর বিজেপির দিকেই। শাসকদলের দাবি, বিজেপিই এই হামলা চালিয়ে, উল্টে তৃণমূলের উপর দোষারপ করছে। যাবতীয় বিষয়ে এবার এবিপি আনন্দ-র কাছে মুখ খুললেন নিশীথ প্রামাণিক।

আরও পড়ুন, শুভেন্দুর কনভয়ে হামলা ! 'ওই গাড়িতেই ছিলেন নিশীথও', গাড়ি লক্ষ্য করে পাথর, ধুন্ধুমার কোচবিহারের খাগড়াবাড়িতে..

নিশীথ প্রামাণিক বলেন, ' আজকে উদয়নবাবুর পরিকল্পনাটা কী ?.. একই পরিকল্পনা আজকে করা হয়েছিল। এমনভাবে প্রাণনাশের চেষ্টা হবে, হয়তো আমাদের যারা দেহরক্ষী থাকে, তাঁরা বাধ্য হয়, তাঁদেরকে প্রতিহত করতে। কিন্তু আমরা বারংবার আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছিলাম, ওরা যা করে করুক, গাড়ি ভেঙে ফেলে, ফেলুক। আপনারা গাড়ি থেকে নামবেন না।  বা কোনও ধরণের ভূমিকায় পদক্ষেপ নেবেন না। এবং তাই হয়েছে। একেবারে গাড়ির ভিতর থেকে ভিডিও আছে। ..যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয়, তখন খুব ভাল করেই জানতাম, উদয়নবাবুর এই ধরণের পরিকল্পনা আছে।  উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন।  সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপরে, এমনভাবে আঘাত করা হয়, যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়ে ছিল তাঁরা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না। কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে, এটা প্রাণনাশের চেষ্টা ছিল।'

অপরদিকে, উদয়ন গুহ বলেন, 'যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলাভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা, যারা বাংলাভাষাকে আক্রমণ করবে, তাঁদের কোনও নিস্তার নেই তাঁদেরকে কালো পতাকা দেখানো হবে। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তাঁরা যেখানেই যাবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে, তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে।' তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারা নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিমপ্যাথি গ্রো করতে এই ধরনের নাটক করছে।' এরপর ভাঙা গাড়ি নিয়েই কোচবিহারের এসপি অফিসে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক।