শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে আজ কোচবিহারে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  সভা। তার আগে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল (TMC) ।


দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর নেতৃত্বে বাইপাস চৌপথি এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। সারদা কর্তা সুদীপ্ত সেনের দাবিকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। 


গত ২৪ জুন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের (Sudipta Sen ) চাঞ্চল্যকর অভিযোগের ভিডিও প্রকাশ করে তৃণমূল। যেখানে ধৃত সারদা কর্তা দাবি করেছেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন, এবং শুভেন্দু অধিকারীকে তিনি টাকা দিয়েছিলেন। এই দাবিকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল।

তৃণমূলের সামনে আনা ভিডিওয় কথোপকথনটা ঠিক কেমন ছিল ?

প্রশ্ন : কাঁথিতে কার কথায় গিয়েছিলেন? 
সুদীপ্ত সেন : শুভেন্দু অধিকারী। 
প্রশ্ন : আরেকবার বলুন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? 
সুদীপ্ত সেন : শুভেন্দু অধিকারী। 
প্রশ্ন : কত টাকা নিয়েছিল? কী বলে টাকা নিত? 
সুদীপ্ত সেন : একটা জমির ব্যাপার ছিল। আরেকটা স্যাংশনড প্ল্যানের ব্যাপার ছিল। 
প্রশ্ন : ব্ল্যাকমেল করত? 
সুদীপ্ত সেন : হ্যাঁ, ব্ল্যাকমেল করত

আরও পড়ুন  - 


'হোটেলে ৩০ জুন পর্যন্ত কোনও ঘর খালি নেই', মহারাষ্ট্রকাণ্ডে BJP কে মহুয়ার কটাক্ষ


এর আগে জেলে বসে সুদীপ্ত সেন একটি চিঠি লিখেছিলেন। যেখানে শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার তৃণমূলের দেখানো ভিডিওতেও তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নাম।


তখনই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দুকে। তাঁকে ' চোর, ব্ল্যাকমেলার, ক্রিমিনাল' বলে আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে দাবি জানান,  এখনই গ্রেফতার করে কাস্টডিতে নেওয়া উচিত ! যদিও শুভেন্দু স্পষ্টই বলে দেন, এই 'ফালতু' বিষয়ে আমি কথা বলব না। 


এরপর সোমবার কোচবিহারে শুভেন্দুর সভার আগে তাঁর বিরুদ্ধ স্লোগান তুলে পথে নামল তৃণমূল।