শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ:  রায়ডাক নদীর (Raidak River) পাড় ভাঙ্গনে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। ঘটনাটি তুফানগঞ্জ (Tufanganj) ২ ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল গ্রাম পশ্চিম বাঁধের পাড় ৯/১৫৭  নং বুথ এলাকার। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়ডাক নদীর জলস্ফীতি অনকটাই বেড়েছে। ইতিমধ্যেই দুটো ইলেকট্রিক পোল নদীগর্ভে চলে গেছে। ফলে নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি দ্রুত পাথরের বাঁধ তৈরি করা হোক এখানে। এলাকার স্থানীয় বাসিন্দা কার্তিক দাস, সুশান্ত দাস বলেন, বর্ষা শুরুর মুখেই নদীর পাড় বাঁধে ভাঙন শুরু হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে পাড় বাঁধের প্রায় ১০০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই পাড় বাঁধ দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এক প্রকার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের।আর দুই ফুট বাধ ভাঙলেই নদীর জল গ্রামে প্রবেশ করবে,  প্রশাসনের কাছে অতি দ্রুত পাথরের বাঁধের তৈরির  দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।


রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখা যাক।  উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে ( Bay Of Bengal )  একটি ঘুর্নাবর্ত ( Cyclone )  তৈরি হবে ১৬ জুলাই রবিবার। এই ঘুর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহবিদরা।


সপ্তাহ শেষে শনি রবিতে ভারী বৃষ্টি 
আপাতত মৌসুমী অক্ষরেখাটি রাজস্থানের বিকানের নাড়নাউল, গ্বালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উপর দিয়ে গিয়ে পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাগুলিতেই। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে , অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।  শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।


উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কি ?


উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলাতে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ।