দিনহাটা: কোচবিহারের দিনহাটায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। এদিন দিনহাটার বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। গ্রামবাসীরা খারাপ রাস্তা কবে সারানো হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, রেলের জমির ওপর রাস্তা, তাই এ নিয়ে সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। এ নিয়ে বিজেপি অথবা রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


মুর্শিদাবাদে বিক্ষোভ: কিছুদিন আগে মুর্শিদাবাদে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বড়ঞার তৃণমূল বিধায়ক। ভরতপুরের জজানে দিদির দূত জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, জজান থেকে পাঁচথুপি পর্যন্ত বেহাল রাস্তার কথা বারবার জানালেও সংস্কার হয়নি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। 


তৃণমূলের বিবাদ: উল্লেখ্য, বাঁকুড়ার কোতুলপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে প্রকাশ্যে এসে পড়ে তৃণমূলের বিবাদ। দলেরই নেতৃত্বের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত প্রধান। পাল্টা প্রকাশ্য সভা থেকে নাম না করে তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে এই কোন্দলব নিয়ে কটাক্ষ করতে ছা়ড়েনি বিজেপি। 


সামনেই পঞ্চায়েত ভোট। গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করছেন দিদির দূতরা। আর সেই দিদির দূত কর্মসূচি ঘিরেই বাঁকুড়ায় প্রকাশ্য়ে এসে গেল তৃণমূলের ফাটল! দলেরই নেতৃত্বের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত প্রধান। পাল্টা প্রকাশ্য সভা থেকে নাম না করে বিকষুব্ধদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। 


সোমবার, বাঁকুড়ার কোতুলপুরের সিহড় অঞ্চলে দিদির দূত কর্মসূচিতে যান, নব নির্বাচিত ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক। 


অভিযোগ, সেই কর্মসূচিতে ডাকা হয়নি, বাঁকু়ড়া জেলা পরিষদের তৃণমূল সদস্য়, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা। যদিও এই ভাইরাল ভিডিও-র সত্য়তা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিকে, কর্মসূচিতে আমন্ত্রণ না করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্লক সভাপতি।