কলকাতা:  ব্যাটলফিল্ড কোচবিহার (Coochebhar)। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বেলা ১২টা নাগাদ কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এরপর বিকেল পৌনে ৪টেয় কোচবিহারের শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদি। ২০২১-এর ৬ এপ্রিল, বিধানসভা ভোটের আগেও এই দুটি জায়গায় একই দিনে সভা করেছিলেন মোদি-মমতা।        


এদিকে, কোচবিহারে আসার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর। 'আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দেব। আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপিতেই আস্থা রাখবে কোচবিহারবাসী, এক্স হ্যান্ডলে পোস্ট মোদির।






আরও পড়ুন, আজও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে? লু সতর্কতা জারি কোন কোন জেলায়?


উত্তরবঙ্গের দুই জেলায় মুখ্যমন্ত্রীর আজ দুটি জনসভা রয়েছে। প্রথমে কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন জলপাইগুড়ির মালবাজারে। সেখানে দুপুর ২টো সভা শুরু হওয়ার কথা। কোচবিহারে আরও ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, আগামীকাল তুফানগঞ্জের নাগুরহাটে, ১২ এপ্রিল দিনহাটায় এবং ১৫ এপ্রিল কোচবিহার দক্ষিণ বিধানসভার সাহেবের হাটে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  


অন্যদিকে, ভোট মিটলেই নেতারা সব ভুলে যান। ভোটের পর রাস্তা সারানো নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে অভিযোগ করলেন চা বাগানের শ্রমিকরা। যা করেছি, আমরাই করেছি, আর কেউ করেনি - অভিযোগ অস্বীকার করে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাল্টা অভিযোগ করলেন কেন্দ্রীয় বঞ্চনার।                                                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে