শুভেন্দু ভট্টাচার্য. কোচবিহার: ভোটের (Loksabha Election 2024) মুখে ফের উত্তপ্ত দিনহাটা। শুক্রবার প্রথম দফায় ভোট কোচবিহারে। তার আগে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করল বিজেপি। 


তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ: লোকসভা ভোট শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট রয়েছে কোচবিহারে। তার আগে সেই জেলাতেই তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, সোমবার দিনহাটার ওকড়াবাড়িতে পথসভা ছিল বিজেপির। তখনই লোডশেডিং করে তাঁদের কর্মীদের মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে,  রাতেই পথ অবোরোধ করে বিজেপি। কেচবিহারের বিজেপি জেলা সম্পাদকের অভিযোগ, "তৃণমূলের হার্মাদ বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর যেমন অত্য়াচার করেস তেমন ব্য়বসায়ীদের ওপর হামলা করে।  দোকান পাট বন্ধ করে, লাইটের কানেকশন কেটে দেয়।''


প্রথম দফায় কোচবিহারেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটের আগেও যেভাবে হিংসার অভিযোগ উঠছে, তাতে ভোটের দিন কী হবে, সেই আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে অনেকের মনেই। বিজেপির আরও অভিযোগ, সোমবারই দিনহাটার শালমারা এলাকায় তাদের পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদ করলে এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। এর প্রতিবাদে, মঙ্গলবার সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এবিষয়ে তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন, "বিজেপি দিনহাটা জুরে সন্ত্রাসের আবহ তৈরি করছে।  নির্বাচন কমিশন এই বিষয়টাকে কেন্দ্র করে আরও বেশি বেশি করে বাহিনী দেবে। তাঁদের পক্ষে ভোট করাটা অতি সহজ হবে।''


অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। এরাজ্যে লোকসভা ভোটে আগেই ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। যা সারা দেশের অন্যান্য রাজ্যের নিরিখে সবথেকে বেশি। প্রথম দফার ভোটগ্রহণের দিন রাজ্য়ে মোট ২৭৭ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্য়ে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিকের জেলা কোচবিহারের জন্য় সর্বাধিক বাহিনী মোতায়েন থাকছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। যার অর্থ, শুধুমাত্র কোচবিহারেই প্রায় ৯ হাজার বাহিনী মোতায়েন থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Ram Navami Rally: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি এড়াতে তৎপরতা, কড়া নজরদারির সিদ্ধান্ত হাওড়া পুলিশের