শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ফের আক্রান্ত পুলিশ, এবার কোচবিহারের (CoochBehar) পুণ্ডিবাড়িতে। গরুচোর সন্দেহে পাকড়াও যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। এএসআইকে বেধড়ক মারধরের অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর। গতকাল পুণ্ডিবাড়ির রসের কুঠি এলাকায় গরুচোর সন্দেহে এক যুবককে পাকড়াও করেন গ্রামবাসীরা। পুলিশ পাকড়াও হওয়া যুবককে উদ্ধারে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের (Police) ওপর হামলার ঘটনায় আটক ২। 


স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই এলাকায় একের পর এক গরু চুরি (Cow Theft) হয়ে যাচ্ছে। চুরি হচ্ছে গৃহস্থের বাড়িতেও। ফলে, গ্রামে রাত পাহাড়ার ব্য়বস্থা করেন গ্রামবাসীরা। অভিযোগ, মঙ্গলবার রাত প্রায় ৩ টে নাগাদ, এক যুবককে অন্ধকারের মধ্য়ে মোটর বাইক গড়িয়ে নিয়ে যেতে দেখেন পাহারারত গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করা হয়। গ্রামবাসীদের দাবি, এই ঘটনার কিছুক্ষণের মধ্য়েই অভিযুক্তকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসে পুলিশ। 


সন্দেহভাজনের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যারপরই কর্তব্য়রত পুলিশ আধিকারিককে বেধড়ক মার। ভেঙে দেওয়া হল পুলিশের গাড়ির উইন্ড স্ক্রিন। কোচবিহারের পুণ্ডিবাড়িতে গরুচোর সন্দেহে আটক যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পুণ্ডিবাড়ির (Pundibari) রসের কুঠি এলাকায়। 


মারধর করা হয় পুণ্ডিবাড় থানার ASI- দ্বীপেন রায়কে। পরে DSP সদর ও পুণ্ডিবাড়ি থানার OC-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় চোর সন্দেহে পাকড়াও অভিযুক্ত সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 


                                                                                                                                        


আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial