শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার: কোচবিহারের ঐতিহ্য রাসমেলা আর সেই রাসমেলার সঙ্গেই জড়িয়ে রয়েছে রাসচক্র। আর যদি সেই রাসচক্রের কথা বলা হয় তাহলে তার সঙ্গে জড়িয়ে থাকে একটি নাম। আলতাফ মিঁয়া। কোচবিহারের হরিণচওড়া বাসিন্দা আলতাফ মিঁয়া। বংশানুক্রমিক ভাবে রাসমেলার রাসচক্র তৈরির কাজ করে আসছেন তাঁরা।      


আলতাফ মিঁয়া এই রাসচক্র বানাচ্ছেন তিন দশক ধরে। আর তার জন্য প্রতিবছর প্রতিটি নিয়ম মেনে চলেন তিনি। লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হয় তাঁর কাজ। ওই পুজোর দিন থেকে নিরামিষ খান তিনি। যতদিন ধরে রাসচক্র বানান, প্রতিদিন তিনি নিরামিষ খান। 


রাজবংশের আমল থেকে...
কোচবিহারের রাজার আমল থেকে রাসমেলার রাসচক্র তৈরির কাজ করে আসছে আলতাফ মিঁয়ার পরিবার। আলতাফের পূর্ব পুরুষদের এই কাজের জন্য নিয়োগ করেছিল কোচবিহারের রাজবংশ। তারপর থেকে টানা ওই পরিবারই এই কাজ করে আসছে। আলতাফ মিঁয়া বলেন, 'আমার বাবা যখন এই রাস চক্র বানাতেন, সেই সময় আমি তাঁর সঙ্গে কাজ করতাম। তারপর আমার কাঁধে এই দায়িত্ব পরে। আমিই টানা  এই কাজ চালিয়ে আসছি।' তিনি আরও বলেন, 'যেহেতু এটি একটি ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তাই লক্ষ্মী পুজোর দিন থেকে নিরামিষ খেয়ে এই কাজ শুরু করি।'


পরবর্তী প্রজন্ম এই কাজ করবে?
এই বিষয়টি নিয়েই হয়তো একটু খেদের সুর শোনা গিয়েছে আলতাফ মিঁয়ার গলায়। তিনি বলেন, 'আমার পরের প্রজন্ম এই কাজে আর আগ্রহী নয়। কারণ সামান্য বেতনে সংসার চলে না। ওরা অন্য কিছু করতে চায়। তবে আমার এই কাজ করতে ভাল লাগে।'




কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অস্থায়ী কর্মচারি আলতাফ মিঁয়া। মাসে তাঁর বেতন মাত্র ৭ হাজার টাকা। এখনকার দিনে, যখন সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তখন এই বেতনে আর সংসার চলে না। সংসারের সব খরচ চালিয়ে, চিকিৎসা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার তিনি আলতাফের বাড়ি যান। সেখানে তিনি তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'রাজআমল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এই রাস চক্র। আলতাফ মিঁয়ার পরিবারে হাতে রূপ পায় এই চক্র। কিন্তু তাঁর বেতন খুব কম। আমি এই বিষয়টি জেলা শাসককে জানাব, পর্যটন দফতরের মন্ত্রীকে চিঠি লিখব, যাতে বেতন বাড়ানো যায়। এছাড়াও পুরসভার পক্ষ থেকেও সাহায্যের ব্যবস্থা করা হবে।'


আরও পড়ুন: 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা